Mimi Chakraborty: দুই হাতে বার্গার, ব্রত ভাঙলেন মিমি! 'বিশেষ' বন্ধুর জন্য এটুকু তো করাই যায়
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গ্ল্যামার দুনিয়ার প্রভাবে নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখতে হয় তাঁকে। কঠোর ডায়েটের মধ্যে চলে জীবনযাপন। তবে অফ ডে কে মাঝেমধ্যেই 'চিট ডে' বানাতে দেখা যায় মিমিকে। মাঝেমধ্যে নিয়ম ভাঙায় যে দোষ নেই, তা মানেন অভিনেত্রী। তাই নিজেকে খুশি রাখতে ছোট ছোট চেঞ্জ আনেন তিনি।
সম্প্রতি সাংসদ অভিনেত্রী মিমিকে দেখা গেল আরও একবার তাঁর 'ফিটনেস ব্রত' ভাঙতে। দুই হাতে বার্গার নিয়ে হাসিখুশি মেজাজে ধরা দিলেন তিনি। প্রথম ছবিতে একটি বার্গার আর দ্বিতীয় ছবিতে দু-দুটি বার্গার। অর্থাৎ ছুটির দিনে পার্টি-ক্লাবিং না করে ঘরোয়া মেজাজে যে বেশ খুশি খুশি দিন কাটালেন অভিনেত্রী, তাঁর ছবিতে ধরা পড়ল সেই ঝলক।
মিমির এই খোশমেজাজের ছবি তুলেছেন তারকা অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, "স্মৃতিগুলো রয়ে যাবে ক্যালোরি নয়।" সাধারণত টলিপাড়ায় মিমির বন্ধুর সংখ্যা নিতান্তই কম। রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে 'হ্যাপি সিঙ্গল' রয়েছেন অভিনেত্রী। তবে মিমির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন অনিন্দ্য চট্টোপাধ্যায়। মাঝেমধ্যেই তাঁকে সময় কাটাতে দেখা যায় মিমির সাথে। এর আগে ডেজার্ট খাওয়ার ছবি পোস্ট করে নিয়ম ভেঙেছেন মিমি। এবার সেই তালিকায় যুক্ত হল 'বার্গার'। ফিট থাকার পাশাপাশি হ্যাপি থাকাও যে জীবনের মন্ত্র, তা ফের একবার মনে করিয়ে দিলেন সাংসদ অভিনেত্রী।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment