Sattam Bhattacharya: 'বুমেরাং' ছাড়লেন সত্যম! নেপথ্যে কারণ খুঁজছে দর্শক
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিৎ-রুক্মিণী। আসছে তাঁদের পরবর্তী ফিল্ম 'বুমেরাং'। জোরকদমে চলছে শ্যুটিং। এই ছবিতে অভিনয় করার কথা ছিল 'বল্লভপুর রূপকথা' খ্যাত সত্যম ভট্টাচার্যের। কিন্তু নিজের সিদ্ধান্ত জানিয়ে সরে এলেন তিনি। সম্প্রতি ফেসবুকে সেই কথা ঘোষণা করেন অভিনেতা।
ঠিক কী কারণে সরলেন সত্যম? অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে লেখেন, অনেকদিন ধরেই অসুস্থ রয়েছেন তিনি। এখনও পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় 'বুমেরাং বিরতি' নিলেন। আর দূরে থেকেই গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন সত্যম।
জানা যাচ্ছে, এই ছবিতে সত্যম ভট্টাচার্যের বদলে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে। সৌরভের বিপরীতে থাকবেন অভিনেত্রী দেবচন্দ্রিমা। 'বুমেরাং'-এর হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।
আরও পড়ুন: Byomkesh O Durgo Rahasya: মিলল 'দ্বিতীয়' সত্যবতীর দর্শন! সোহিনী না রুক্মিণী পাল্লা ভারী কার?
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment