Dev-Soumitrisha: 'ব্যোমকেশ দেব' কে নিয়ে কতটা প্রত্যাশা তাঁর? ফাঁস করলেন 'প্রধান' অভিনেত্রী সৌমিতৃষা
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: প্রকাশ পেয়েছে দেব (Dev Adhikari) অভিনীত 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' (Byomkesh O Durgo Rohosya)। প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল ছবিটিকে কেন্দ্র করে। একাধিক তর্ক-বিতর্ক পেরিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল 'দূর্গরহস্য'। গত ১১ তারিখ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়েছে ছবিটি। সেদিন ছবির প্রিমিয়ার সন্ধ্যায় কলকাতার বুকে নামে চাঁদের হাট।
আরও পড়ুন: Byomkesh O Durgo Rahasya: মিলল 'দ্বিতীয়' সত্যবতীর দর্শন! সোহিনী না রুক্মিণী পাল্লা ভারী কার?
অগাস্টের এগারো তারিখ কলকাতার প্রিয়া সিনেমা
হলে আয়োজিত হয় 'ব্যোমকেশ ও দূর্গরহস্যের' গ্র্যান্ড প্রিমিয়ার। ছবির কলাকুশলীরা থেকে একগুচ্ছ তারকা সবাই উপস্থিত হন ব্যোমকেশকে নতুন রূপে চিনতে।ভিড় জমান সাধারণ মানুষরাও। ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন দেবের পরবর্তী ছবি 'প্রধান'-এর নায়িকা সৌমিতৃষা কুন্ডু। ইতিমধ্যেই তিনি 'মিঠাই' নামে জনপ্রিয়। এদিন সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, দেবের 'ব্যোমকেশ' নিয়ে কতটা প্রত্যাশা রয়েছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সৌমিতৃষা জানান, "কেবল তাঁর নয় সকল দর্শকদেরই নতুন ব্যোমকেশ রূপে দেবকে দেখার প্রত্যাশা রয়েছে। কারণ ব্যোমকেশ চরিত্রটিকে দেব একেবারে অন্যরকমভাবে প্রতিষ্ঠা করেছেন।"
প্রসঙ্গত, প্রথম দিনের পর থেকেই হলে হলে ভিড় জমেছে ছবিটি দেখার জন্য। টিজার মুক্তির পর থেকেই বাড়ে উন্মাদনা। আশা করা যাচ্ছে, ছবিটি মন থেকে গ্রহণ করবেন দর্শকেরা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment