Byomkesh O Durgo Rahasya: একদিকে 'সত্য' অন্যদিকে 'অজিত'! ব্যোমকেশ নিয়ে নতুন ঘোষণা দেবের
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অগাস্টে আসছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'। তবে টিজার মুক্তির পর থেকেই ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এখনও ট্রেলার দেখেননি দর্শক। কবে তা মুক্তি পাবে, এখনও জানা যায়নি। আর এবার সত্যবতী ও অজিতকে পাশে নিয়ে ঘোষণা সেরেই ফেললেন সংসদ অভিনেতা দেব।
সম্প্রতি সবুজে ঘেরা রাস্তায় একদিকে অন্তঃসত্ত্বা সত্যবতী ও অন্যদিকে অজিতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেব লিখেছেন "বক্সী অ্যান্ড কোং"। দুজনের হাতই শক্ত করে ধরে রেখেছেন অভিনেতা। এর সঙ্গেই দেব জানালেন "শীঘ্রই ট্রেলার আসছে"। অর্থাৎ এর মধ্যেই মুক্তি পেতে চলেছে 'দূর্গরহস্যের' ট্রেলার।
আরও পড়ুন: Byomkesh O Durgo Rahasya: মিলল 'দ্বিতীয়' সত্যবতীর দর্শন! সোহিনী না রুক্মিণী পাল্লা ভারী কার?
আসন্ন 'ব্যোমকেশ ও দূর্গরহস্যে' যে বাড়তি চমক থাকছে তা আগের থেকেই ঠাহর করতে পেরেছেন দর্শককূল। বিরসা দাশগুপ্তের পরিচালনায় দেব, রুক্মিণী ও অম্বরিশের 'ট্রিয়ো' যে সিনেমহলে সাড়া ফেলবে তা কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment