Aishwarya Rai Bachchan: শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য ঐশ্বর্যর! নাতনি আরাধ্যার জন্মদিনে ব্রাত্য অমিতাভ
Pritam Bhattacharya: মন কষাকষির কালো মেঘ বচ্চন পরিবারে। শ্বশুর বাড়ির সঙ্গে মনোমালিন্য বৌমা ঐশ্বর্যর। তারই প্রভাব পড়ল নাতনির জন্মদিনেও। বিগ বি অমিতাভ বচ্চন সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। নাতনি আরাধ্যার জন্মদিনও কেটে গেছে। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে এখনও পর্যন্ত কোনও পোস্ট করতেই দেখা যায়নি বিগ বি-কে। আর এই ঘটনাই যেন আরও উস্কে দিয়েছে বচ্চন পরিবারে ভাঙনের জল্পনাকে।
আরও পড়ুন:
২০০৭ সালে অভিষেক বচ্চনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বর্য রাই। এরপর ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম হয় অভিষেক কন্যা আরাধ্যার। কানাঘুষো শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি তথা জয়া বচ্চনের সঙ্গে বৌমা ঐশ্বর্যর সেরকম একটা বনিবনা নেই। জানা যায় ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর বেশ দূরত্ব। কিন্তু এই জল্পনা আরও জোরাল হয় দিওয়ালির ঠিক পর থেকেই।
আরও পড়ুন:
'কী হয়েছিল দিওয়ালিতে?' সে'বিষয়ে এখনো অবধি সেভাবে কিছু জানা সম্ভব হয়নি ঠিকই, তবে একদিকে যখন বচ্চন পরিবারে পুজোর আয়োজন হচ্ছিল, তখন অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। মেয়ে শ্বেতাকে সঙ্গে নিয়ে দিওয়ালির পুজো সেরেছিলেন বিগ বি। তার জেরেই প্রশ্ন ওঠে, তবে কি এবার বচ্চন পরিবারের দিওয়ালির পুজো থেকে বাদ পড়লেন বউমা ঐশ্বর্য?
এরই মধ্যে আবার বৃহস্পতিবার মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিষেক। আবার ঐশ্বর্যর পোস্টও তেমনই ছিল। আর আমাদের বিগ বি? আদরের নাতনিকে নিয়ে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কোনও পোস্ট এখনও পর্যন্ত নেই। তাহলে কি বচ্চন পরিবারের তিক্ততা এখন চরমে?
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment