Debojyoti-Soumili: অনস্ক্রিন ভাসুরের সঙ্গে অফস্ক্রিনে জমিয়ে প্রেম! অকপট 'অনুরাগের ছোঁয়ার' উর্মী...


Somrupa Ash: টলিপাড়ার এবার বাস্তবের 'অনুরাগের ছোঁয়া'। পুরনো গুঞ্জন সরিয়ে নতুন কানাঘুষো ভাসছে বাতাসে। কার সঙ্গে প্রেম করছেন অনুরাগের ছোঁয়ার দেবজ্যোতি? উত্তর মিলবে ছবিতে ছবিতে। দিপা নয়, পর্দার ভাইয়ের বউয়ের প্রেমে পড়েছেন সূর্য ওরফে দেবজ্যোতি। টলিপাড়ার কোন পাতলেই শোনা যাচ্ছে সেই গুঞ্জন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌমিলী তথা উর্মির সঙ্গে ছবি পোস্ট করেন দেবজ্যোতি। সেখানে তিনি ক্যাপশন
দেন, 'ভাইয়ের বউয়ের সাথে'। ছবি পোস্ট হতেই তার কমেন্ট সেকশনে এক অনুরাগী লেখেন, "আর কতদিন সত্যিটা লুকোবে! বলেই দাও না, ভাইয়ের বউ নয়, তোমার হবু বউ"। 


খবরের সত্যতা যাচাই করার জন্য হিন্দুস্তান টাইমসের সাংবাদিক যোগাযোগ করেন সৌমিলীর সাথে। এহেন প্রশ্নের উত্তরে নায়িকা আলগা হেসে বলেন, "এটা নিয়ে আলাদা করে কী বলব। কিছু জিনিস থাক আলাদা করা’। অভিনেত্রীর উত্তরের পরেই প্রশ্ন উঠে, তাহলে কি শুধুই বন্ধুত্ব? এরপর অভিনেত্রীর জবাব, "সবকিছুর শুরুটা তো ভালো বন্ধুত্ব দিয়েই হয়। আপতত আমরা ভালো বন্ধু, এইটুকুই বলব। এখনও আমি সিঙ্গলই আছি।"


শুধুমাত্র ছবি পোস্ট নয়, কিছুদিন আগে অভিনেত্রী তাদের জুটির নতুন নামকরণ করেছেন, " সূর্য +উর্মি = সূর্মি"। আর এরপরই অনুরাগীদের সন্দেহের রং আরও
গাঢ় হয়েছে। তাই শুধু বন্ধুত্ব হলেও আগামী দিনে যে অনুরাগের রঙ লাগবে না এটা বলা যায় না। হয়তো নতুন কিছু অপেক্ষা করছে 'অনুরাগের ছোঁয়া' র ভক্তদের জন্য।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?