Gaurav-Riddhima: সন্তানের সঙ্গে প্রথম দীপাবলি গৌরব-ঋদ্ধিমার! কিভাবে কাটালেন আলোর উৎসব?


Somrupa Ash: টলিউডে এখন কান পারলে শোনা যায় বিবাহ বিচ্ছেদের খবর। এই ঘর ভাঙার মরশুমের মধ্যে একসাথে ৬ বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন অন্যতম পাওয়ার ক্যাপল গৌরব ও ঋদ্ধিমা । ৭ বছরের প্রেম তার পর এতগুলো দিন সংসার করে কাটিয়ে ফেলেছেন তারা , কিন্তু প্রেমের শতাংশ একটুও কমেনি। 


১৩ই সেপ্টেম্বর জন্ম হয়েছে তাদের ছেলের। চলতি বছরের এপ্রিল মাসের পয়লা বৈশাখের দুপুর বেলা ঋদ্ধিমার বেবি বাম্পের ছবি শেয়ার করে তারা প্রেগনেন্সির খবর জানান স্যোশাল মিডিয়াতে। দূর্গা পুজোর সপ্তমীর দিন ছেলের নাম শেয়ার করেন তারা, 'ধীর'।


আর দীপাবলিতে দিলেন এক অন্যরকম চমক।  ছেলের সাথে ছবি শেয়ার , শুধু তাই নয় রাঙ্গলিতে বড় বড় করে ছেলের নাম 'ধীর ' লেখা ছবিটিও পোস্ট করেন দম্পতি। ক্যাপশনে লেখা  'আপনাকে ও আপনার পরিবারকে জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা। ভালবাসা এবং আলোর মাখা অভিনন্দন জানাই সকলকে।' এইভাবেই আনন্দে কাটছে গৌরব-ঋদ্ধিমা-ধীর এর জীবন।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?