Sohini Sarkar: বাংলাদেশী ওয়েবসিরিজে হাতেখড়ি বং ডিভা সোহিনীর! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?


‍Pritam Banerjee: বর্তমানে বাংলা সিনেমা জগতের অন্যতম পরিচিত মুখ সোহিনী সরকার। তবে এখন সোহিনীর সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হতে চলেছে শীঘ্রই। তার আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পাবে পরবর্তী কাজের মধ্যে দিয়ে, এমন‌ই আশা করছেন অভিনেত্রীর অনুরাগীরা। 


বাংলা ছাপিয়ে এবার বাংলাদেশে সোহিনী। বাংলাদেশ
-এর জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম 'চরকি'র‌ হাত ধরে সোহিনীর 'লহু' সিরিজে কাজের সুযোগ এসেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিজের বিপরীতে অভিনয়ের জন্য । আগামী ১৮ই নভেম্বর থেকে কলকাতা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় 'লহু' সিরিজের শুটিং শুরু হবে। আরিফিন - সোহিনী জুটিকে প্রথমবার রূপালি পর্দায় দেখার উত্তেজনা ক্রমশ বাড়ছে অনুরাগীদের মধ্যে।‌ বেশ‌‌ কিছু দিন আগেই নেটিজেনদের মধ্যে বেশ সারা ফেলেছিল আরিফিন শুভ অভিনীত 'মুজিব' ছবিটিকে কেন্দ্র করে। তবে দর্শকের চাহিদা মত অভিনেতাকে রোমান্সের বাইরেও বেশ কয়েকটি থ্রিলিং অ্যাকশনে দেখা যাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক রাহুল মুখোপাধ্যায়। 


জনপ্রিয়তার শীর্ষে থাকা সোহিনী এখন পরিচালকদের বিশেষ আস্থার জায়গা করে নিয়েছে‌ বাংলার ছবি মহলে তার রোমান্টিক দৃশ্যে অভিনয়ের মাধ্যমে । আবার এই সিরিজে সোহিনীর বিপরীতে থাকা রোমান্টিক নায়ক আরিফিন শুভ বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । তাহলে কি সহজেই ধারনা করা যেতে পারে যে 'লহু' সিরিজে নায়ক নায়িকার রসায়ন দেখা যাবে!? এ প্রসঙ্গে খোদ পরিচালক খোলাসা করে বলেন  ‘‘এটা আমার আসলে একটা প্রেম বর্জিত কাজ। ‘কিশমিশ্’, ‘দিলখুশ’-এর পর অন্য রকম কাজ করতে চাইছিলাম। বড় পর্দায় শুরু কাজ দুটোই ছিল প্রেমের ছবি। তাই প্রেমের গল্পে একটু ক্লান্তি এসেছে। এ ছাড়াও নিজেকে ভাঙতে চাইছি, দেখতে চাইছি আমি আর কী কী করতে পারি। তাই সিরিজটা করছি। তবে এতটুকু বলতে পারি এটা এক জন মা-বাবার গল্প।’’

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?