Tollywood: চতুষ্পদীর হাড্ডাহাড্ডি লড়াই! আয়ের দৌড়ে কোথায় দাঁড়িয়ে 'দশম অবতার' 'রক্তবীজ' ও 'বাঘাযতীন'?
পর্না দেবনাথ: দুর্গাপুজোর মাহেন্দ্রক্ষণে পুজো স্পেশল বাম্পার প্রাইজ এর মতোই টলিপাড়াতেও চমক দেখা যায়। মুক্তি পায় 'দশম অবতার', 'রক্তবীজ', 'জঙ্গলে মিতিন মাসি', 'বাঘাযতীন'। কিন্তু বক্স অফিসের এই লড়াই এ সিক্সার এর মতোই সবাইকে তাক লাগিয়ে এগিয়ে অবস্থান 'প্রবীর-পোদ্দার' জুটির। বাকি সিনেমাগুলির নিরিখে বাজেট কম হলেও আয় এর দিক থেকে হিসেব ঠিক উল্টো। সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমার এখনো পর্যন্ত আয় প্রায় ৬ কোটির থেকেও বেশি।
আরও পড়ুন: Srabanti Chatterjee: চুপিসারে শ্রাবন্তীর ঘরে 'নতুন' সদস্য! ভালোবেসে তাঁর ডাকনাম দিলেন অভিনেত্রী...
তবে বাংলার নিও-নয়ার এই চলচ্চিত্রদের বিজেতার খেতাব দিতে নারাজ 'রক্তবীজ'। প্রথমে বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও এখন কলকাতায় এগিয়ে থাকা সিনেমা আবীর-মিমি অভিনীত 'রক্তবীজ' যা পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। অন্যদিকে, চার কোটির বাজেটে তৈরি এই সিনেমার এখনো অবধি আয় পাঁচ কোটি যা এখনো 'দশম অবতার' এর তুলনায় কম। অন্যদিকে দেশাত্মবোধক রক্ত গরম করা চলচ্চিত্র 'বাঘাযতীন' বক্স অফিসে ম্লান ভূমিকায়। সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমার বাজেট অন্যান্য সিনেমার থেকে এগিয়ে যার খোলসা মন্তব্য করেন অভিনেতা দেব নিজে। প্রায় পাঁচ কোটির বাজেটে তৈরি হলেও আয় এখনো অবধি সাড়ে পাঁচ কোটি টাকা। এসবের মাঝে অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি' ঠিক যেন লড়াই এর বাইরে। অন্যান্য ছবির মাঝে এই থ্রিলার ছবি যেন কোণঠাসা।
আরও পড়ুন: Ranbir-Alia: জন্মদিনে প্রকাশ্যে এল রাহার 'প্রথম' ছবি! কতটা বড় হল সে? কেমন দেখতে হল তাঁকে?
লড়াই এখানেই শেষ নয়। বাংলা টলিপাড়ার এই লড়াই এর মাঝে বক্স অফিসের নেতৃত্ব ছিনিয়ে নিতে দেখা যাচ্ছে হিন্দি সিনেমা 'টাইগার 3'-কে। সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমা যেন ঠিক 'সালমান খানের গ্র্যান্ড ওপেনার'। প্রথম দিনেই প্রায় ৪৪ কোটি টাকা আয় করার পর দ্বিতীয় দিনে তার হিসেব প্রায় ৫৭ কোটির দোরগোড়ায়। বলিউডের সব তাঁবড় তাঁবড় সিনেমার মাঝে কোথাও গিয়ে কি একটু বেশিই ধাক্কা খেয়ে যাচ্ছে বাংলা সিনেমা? যা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে টলিপাড়া? আকাশচুম্বী বাজেট ধরা নাকি বাংলা সিনেমায় আগ্রহ হ্রাস? উত্তর দেবে দর্শক।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment