Rahul-Priyanka: প্রিয়াঙ্কার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে বেফাঁস প্রশ্ন! চোটে গিয়ে রাহুল বললেন...
Tania Roy Chowdhury: সংসার জীবনে ভাঙ্গা গড়া চলতে থাকে। ঠিক তেমনই ভালোবেসে বিয়ে করেও ছয় বছর আলাদা ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা এবং অভিনেতা রাহুল। এখন তারা আবার একসাথে থাকতে শুরু করেছেন ছেলে সহজকে নিয়ে। সেখান থেকে উঠে আসছে হাজার প্রশ্ন এবং মন্তব্যের ঝড়। মেজাজ হারিয়ে সপাটে উত্তর দিলেন অভিনেতা নিজে।
আরও পড়ুন: Yash-Nusrat: পার্টি পোশাকের রং নিয়ে ধেয়ে এল কটাক্ষ! প্রত্যুত্তরে নীরব রইলেন যশ-নুসরাত...
নিজেদের মধ্যে থাকা সমস্যার থেকেও সন্তান এর জন্য একটা সুন্দর,সঠিক ভবিষ্যত বানানো কে গুরুত্ব দিয়েছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা। তাই তারা বেশ কিছু দিন হলো একসাথে থাকছেন। তারা বারবার বলেছেন যে ছেলে সহজ এর জন্য তাদের এই সিদ্ধান্ত। পুজোপার্বণে একসঙ্গেই দেখা গিয়েছে তাঁদের। কালীপুজোর দিনও স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছিলেন রাহুল। দুর্গাপুজোয় একসঙ্গে প্রতিটা দিনই কোনও না কোনও পরিকল্পনা ছিল তাঁদের। প্রিয়াঙ্কা নিজে আনন্দবাজার এর এক অনলাইন সাক্ষাৎকারে জানান - "আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবং সঙ্গে রাহুল কেউ সুযোগ দিতে চাই।" এখন এই দুই তারকা দম্পতির একসাথে সংসার শুরু করা নিয়ে হচ্ছে বিপুল সমালোচনা।
সেলুলয়েড পর্দার ওপারে মানুষদের নিয়ে দর্শক মহলে জল্পনা এবং গুজবের শেষ থাকে না। ঠিক এর বিপরীত হয় নি রাহুল প্রিয়াঙ্কার একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া ছবি। তাদের বিচ্ছেদের পর কারণ হিসেবে অনেকের নাম থাকলেও সেই গল্পের গরু বেশি দূর গাছে উঠতে পারে নি। এবার রাহুল কলিপুজো তে একটা ছবি পোস্ট করে সেখানে একজন মন্তব্য করেন - " ও একটা যেন দুরত্ব থেকে যাচ্ছে।" সচরাচর অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নিয়ে কোনো খবর রটলে খুব একটা কর্নপাত করেন না। কিন্ত সবকিছু সহ্য করা যায়না। তাই এই ক্ষেত্রে অভিনেতা নিজে মন্তব্যের প্রত্যুত্তরে বলেন - "একটা কাজ করব, নম্বর পাঠাও কখন কখন কাছে থাকব, জানিয়ে দেব।” এরপর অভিনেত্রী বলেন নিজের ছেলেকে একটা সুন্দর ছেলেবেলা উপহার দেওয়া এখন তাদের দায়িত্ব। এবং তারা সেই দায়িত্বে যথেষ্ট খুশি এবং ব্যস্ত।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment