Yash-Nusrat: পার্টি পোশাকের রং নিয়ে ধেয়ে এল কটাক্ষ! প্রত্যুত্তরে নীরব রইলেন যশ-নুসরাত...


Tania Roy Chowdhury: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন এবং পেশাগত জীবনে একদম সবসময় হট টপিক হয়ে থাকে যশ এবং নুসরাত। এ বছরেও দিওয়ালি পার্টিতে তাদের পোশাকের রং নেই শুনতে হচ্ছে কটাক্ষ। হটাৎ নীল সাদা সাজের কারণ কি খুঁজতে ব্যাস্ত নেটিজেনরা।


একাধিক বার নানা নেতিবাচক এবং ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রফেশন এবং রাজনৈতিক জীবন জুড়ে কটাক্ষ শুনতে হয়েছে যশ এবং নুসরাতকে। নীল-সাদা পোশাক পরে দিওয়ালি পার্টিতে যেতেই তাঁদের নিয়ে শুরু হল তুমুল কটাক্ষ। বলিউডের মতো টলিউডেও এক পাপারাৎজি ট্রেন্ড। এমনই এক পাপারাৎজির হাতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সাংসদের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয় সমালোচনা। নুসরাত-এর তৃণমূল সাংসদ পরিচয় সাথে নীল সাদা জুড়ি এক এক করে সব মিশিয়ে শুরু হয় মন্তব্যের ঝড়। সেই ঝড় কে আরো জোড়ালো করলো ফ্ল্যাট দুর্নীতি মামলায় কিছু দিন আগেই ইডি দফতরে ডাক পড়া বসিরহাটের সাংসদের সেই খবর।


সূত্রের খবর, ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগ, প্রথমে নুসরত তাঁদের আশ্বস্ত করেছিলেন ২ কামরার ফ্ল্যাট দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি। এর পরেই নুসরতের বিরুদ্ধে ব্যাঙ্কের কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু লাভ হয়নি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে লিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেন প্রতারিতরা। এর পরেই ইডির তলব। ইডি দফতর থেকে বেরিয়ে নুসরাত বলেছিলেন - "আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। যদি ওঁরা আবার আমাকে ডাকেন, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আবার যাব। ওঁরা যা যা চেয়েছিলেন আমি সবটাই দিয়েছি।” তার প্রত্যেকটা কনফিডেন্ট এর সাথে দেওয়া উত্তর এটাই প্রমাণ করার চেষ্টা করে তাকে নিয়ে যত সমালোচনায় হোক তাতে তার ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন কিংবা প্রফেশনাল দুনিয়াতে খুব একটা বড় ছাপ ফেলতে পারে না।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ