Srabanti Chatterjee: চুপিসারে শ্রাবন্তীর ঘরে 'নতুন' সদস্য! ভালোবেসে তাঁর ডাকনাম দিলেন অভিনেত্রী...
Somrupa Ash: শ্যুটিং কাজ ও ব্যস্ততার মাঝে অবসর পাওয়াই দায়। তবে এসবের মাঝেও নিজের ভালোলাগাদের খুঁজে নেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি তাঁর পরিবারে এল নতুন সদস্য। আদর করে তার ডাকনাম ' 'রোজ়' রাখলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Manush: 'দূর্ধর্ষ' জিৎ ও 'ভিলেন' জিতু! প্রকাশ পেল গায়ে কাঁটা দেওয়া 'মানুষ'-এর ট্রেলার...
সমাজমাধ্যমের পেজে প্রায়শই অভিনেত্রীকে দেখা যায় কখনো ঘুরতে যাওয়ার মেজাজে, কখনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, আবার পারিবারিক ফ্রেমেও বন্দী হন অভিনেত্রী। এসবের মাঝে শ্রাবন্তীর জীবনে এল নতুন সঙ্গী। তাকেই বৃহস্পতিবার সকলের সামনে আনলেন অভিনেত্রী। শ্রাবন্তীর কাছে আগেই ৩ জন চারপেয়ে আছে, এবার নতুন একজন যুক্ত হলেন । পোষ্যপ্রেমী শ্রাবন্তীর কোলে দেখা যায় তাকে । ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন “আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।” অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী , শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ অনেকে। আপাতত শ্রাবন্তী ও তার ছেলে পোষ্যদের নিয়ে আনন্দেই রয়েছেন বলা যায়।
আরও পড়ুন: Jeetu Kamal: বিচ্ছেদ জল্পনা উড়িয়ে পাহাড় প্রেমিক জিতু কমল! ছুটিতে অভিনেতার সঙ্গে কোন রহস্যময়ী?
অন্যদিকে, প্রকাশ পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির আগামী
ছবি 'দেবী চৌধুরাণীর' পোস্টার। এই ছবি নিয়ে অনেক
প্রত্যাশা অভিনেত্রীর। আশাবাদী অনুরাগীরাও।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment