Srabanti Chatterjee: চুপিসারে শ্রাবন্তীর ঘরে 'নতুন' সদস্য! ভালোবেসে তাঁর ডাকনাম দিলেন অভিনেত্রী...


Somrupa Ash: শ্যুটিং কাজ ও ব্যস্ততার মাঝে অবসর পাওয়াই দায়। তবে এসবের মাঝেও নিজের ভালোলাগাদের খুঁজে নেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি তাঁর পরিবারে এল নতুন সদস্য। আদর করে তার ডাকনাম ' 'রোজ়' রাখলেন অভিনেত্রী। 



সমাজমাধ্যমের পেজে প্রায়শই অভিনেত্রীকে দেখা যায় কখনো ঘুরতে যাওয়ার মেজাজে,  কখনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, আবার পারিবারিক ফ্রেমেও বন্দী হন অভিনেত্রী। এসবের মাঝে শ্রাবন্তীর জীবনে এল নতুন সঙ্গী। তাকেই বৃহস্পতিবার সকলের সামনে আনলেন অভিনেত্রী। শ্রাবন্তীর কাছে আগেই ৩ জন চারপেয়ে আছে, এবার নতুন একজন যুক্ত হলেন । পোষ্যপ্রেমী শ্রাবন্তীর কোলে দেখা যায় তাকে । ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন  “আমার রূপকথার গল্পের পরিবারে তোমায় স্বাগত।” অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী , শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ অনেকে। আপাতত শ্রাবন্তী ও তার ছেলে পোষ্যদের নিয়ে আনন্দেই রয়েছেন বলা যায়।


অন্যদিকে, প্রকাশ পেয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির আগামী
ছবি 'দেবী চৌধুরাণীর' পোস্টার। এই ছবি নিয়ে অনেক
প্রত্যাশা অভিনেত্রীর। আশাবাদী অনুরাগীরাও। 

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?