Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা


Tilottoma Chakraborty: গত বছরের পুজোয় মুক্তি পেয়েছিল সন্দীপ্তা-দিতীপ্রিয়া (Sandipta Sen-Diptipriya Roy) অভিনীত 'বোধন' (Bodhon)। যেখানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাকা সেনের ভূমিকায় অভিনয়রত সন্দীপ্তা সেন (Sandipta Sen)। অভিনয় দক্ষতা ও গল্পের বাধনে দর্শকদের প্রশংসা পেয়েছিল 'বোধন' (Bodhon)। এরপর আরও বেশ কিছু সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন সন্দীপ্তা। নানান চরিত্রের আদলে সাজিয়ে তুলেছেন নিজেকে। তবে সম্প্রতি হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 'নষ্টনীড়' (Noshtoneer) সিরিজে সমাজের দিকে ফের একবার আয়না ধরলেন অঙ্গনা (Angana Roy) ও সন্দীপ্তা (Sandipta Sen) জুটি। 


গল্পের শুরু থেকে দেখা যায় আদরে সাজানো সংসারের হাসি খুশি গহবধূ অপর্না ওরফে অপু। প্রফেসর স্বামী ঋষভ ও মেয়ে মিঠিকে নিয়ে সুখের সংসার তাঁর। সেলাই ও বুটিক তাঁর একমাত্র সঙ্গী। এহেন 'সুখনীড়ে' একদিন নেমে আসে অন্ধকার। একটা ফেসবুক পোস্ট। হ্যাশট্যাগ 'মিটু'। গোধুলী নামের একটি মেয়ে তাঁর সাথে ঘটা সমস্ত অন্যায়ের অভিযোগ তুলেছেন সর্বসমক্ষে। আর সেই অন্যায় অভিযোগের তীর অপর্নার স্বামী (ঋষভের) দিকে। পরিস্থিতির প্রবাহমানতায় গুঁড়িয়ে যেতে থাকে সাজানো সংসারের ভীত। গোধূলী মারা যায়। তবে অজস্র প্রশ্ন রেখে যায় সে। সেই সকল প্রশ্নের উত্তর খুঁজবে অপু। অপ্রিয় সত্যিগুলো টেনে হিঁচড়ে বার করে আনবে সে। 'কেন এত দ্রুত নিভল গোধূলী?' জানাবে 'নষ্টনীড়'।



গল্পের শেষে একটি ট্যুইস্ট দিয়ে শেষ হয় সিরিজের প্রথম পর্ব। তবে প্রচুর প্রশ্ন না জানা থেকে যাবে দর্শকদের। যার জট ছাড়ানো হবে দ্বিতীয় পর্বে। তাই কার্যত 'সিজন টু'-এর অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকেরা

'নষ্টনীড়'-এর প্রধান চরিত্র অপুর ভূমিকায় সন্দীপ্তা সেন অনবদ্য। তাঁর অভিনয়ের পারিপাট্য ও স্বচ্ছতা বেশ আকর্ষণীয়। পাশাপাশি গোধূলির ভূমিকায় অঙ্গনা রায় বরাবরের মতো সাবলীল। দর্শকের চোখ আটকাবে তাঁর অভিনয়ে। এছাড়া ঋষভের ভূমিকায় সৌম্য ব্যানার্জি ভালো। অন্যান্য চরিত্রে নবনীতা মালাকার, রুকমা রায়, রাহুল দেব বোস, লোকনাথ দে-সহ অন্যান্যরা গোটা গল্পটিকে ফুটিয়ে তুলেছেন। সিরিজের কারিগর অদিতি রায়ের প্রশংসাও করতে হবে। সব মিলিয়ে নারীকেন্দ্রিক ওয়েবসিরিজের পটভূমি সুপটু হাতে সাজিয়ে তোলা হয়েছে। তবে গল্প শেষ না হওয়ায় কিঞ্চিত অসন্তুষ্ট দর্শক। শুরু হয়েছে দ্বিতীয় পর্বের অপেক্ষা।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ