Kanchan Mallik: কাঞ্চন মল্লিকের 'প্রথম' স্ত্রী এখন স্টার জলসার অভিনেত্রী! নব্বই শতাংশ মানুষ চেনেন না তাঁকে...


Satkahanplus News Desk: বিবাহ-সম্পর্কের বাঁধনে বারংবার জড়িয়ে পড়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অভিনেত্রী পিঙ্কিকে বিয়ে তাঁর দ্বিতীয়বার ছাদনাতলায় গমন। কিন্তু কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে? জানেন না অনেকেই। তিনি বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রী। একসময় কাঞ্চনের ঘর করার জন্য অল্প বয়সে সিঁথি রাঙিয়েছিলেন কন্যা। 


বাড়ির প্রায় অমতে বিয়ে করেছিলেন তিনি। তারপর বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু নিজের কেরিয়ার বিসর্জন দেননি অভিনেত্রী। স্টার জলসার 'তুমি আশেপাশে থাকলে' ধারাবাহিকে কামব্যাক করেছেন অভিনেত্রী অনিন্দিতা দাস। অল্প বয়সে অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে হয় অনিন্দিতা দাসের। বিবাহ বিচ্ছেদের পর তিনি মোটা টাকার খোরপোষ চেয়েছিলেন বলেও জানা যায়। যদিও এই খবরকে সানন্দে উড়িয়েছেন তিনি। 'সবই' মিথ্যে বলে উড়িয়ে দেন অনিন্দিতা। 


তাছাড়া, একসময় দুবেলা খাওয়ার জোগাড় করাও কার্যত কঠিন হয়ে পড়ে তাঁর জন্য। যদিও, সব প্রতিকূলতা হারিয়ে অভিনয়ের ময়দানে ফিরেছেন অভিনেত্রী। স্টার জলসার 'তুমি আশেপাশে থাকলে' সিরিয়ালে মায়ের চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ