Haunted places in Kolkata: কলকাতার চার ভুতুড়ে বাড়ি! অশরীরীদের আজও পাবেন সেখানে...
১) পুতুলবাড়ি
১৭, হরচন্দ্র মল্লিক লেন, আহিরিটোলায় অবস্থিত পুতূলবাড়ির নাম কার না জানা নেই! কলকাতার ভুতুড়ে জায়গার তালিকায় প্রথমেই আসে পুতূলবাড়ির নাম। শোনা যায়, এখনও নাকি কান্নার শব্দ আর ফিসফিস আওয়াজ শোনা যায় রাত বাড়লে। এই বাড়ির মাথায় রয়েছে একটি পুতুলের মূর্তি। সেখান থেকেই বাড়ির নাম 'পুতুলবাড়ি'। শহর কলকাতার গা ছমছমে জায়গার মধ্যে এই বাড়ি অন্যতম।
১৭, হরচন্দ্র মল্লিক লেন, আহিরিটোলায় অবস্থিত পুতূলবাড়ির নাম কার না জানা নেই! কলকাতার ভুতুড়ে জায়গার তালিকায় প্রথমেই আসে পুতূলবাড়ির নাম। শোনা যায়, এখনও নাকি কান্নার শব্দ আর ফিসফিস আওয়াজ শোনা যায় রাত বাড়লে। এই বাড়ির মাথায় রয়েছে একটি পুতুলের মূর্তি। সেখান থেকেই বাড়ির নাম 'পুতুলবাড়ি'। শহর কলকাতার গা ছমছমে জায়গার মধ্যে এই বাড়ি অন্যতম।
২) রাইটার্স বিল্ডিং
কলকাতার ভুতুড়ে স্থানের তালিকায় প্রথম দিকে থাকে রাইটার্স বিল্ডিংয়ের নাম। স্বাধীনতা সংগ্রামের
ইতিহাস রয়েছে যার পরতে পরতে, সময়ের স্রোতে সাক্ষী থেকে সেই রাইটার্স বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর। শোনা যায়, রাত বাড়তেই নাকি সেখানে দেখা যায় ছায়ামূর্তি। কিংবা কখনো শোনা যায় মানুষের স্বর। আদতে কিছুর দেখা না মিললেও এইসব গল্প শোনা যায় লোকমুখে।
কলকাতার ভুতুড়ে স্থানের তালিকায় প্রথম দিকে থাকে রাইটার্স বিল্ডিংয়ের নাম। স্বাধীনতা সংগ্রামের
ইতিহাস রয়েছে যার পরতে পরতে, সময়ের স্রোতে সাক্ষী থেকে সেই রাইটার্স বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর। শোনা যায়, রাত বাড়তেই নাকি সেখানে দেখা যায় ছায়ামূর্তি। কিংবা কখনো শোনা যায় মানুষের স্বর। আদতে কিছুর দেখা না মিললেও এইসব গল্প শোনা যায় লোকমুখে।
৩) ন্যাশনাল লাইব্রেরি
কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে হানা দেন নানান বইপ্রেমী মানুষেরা। পড়াশোনা করতেও যান অনেকে। কিন্তু এসবের মাঝে ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে প্রচলিত আছে নানান ধরনের গল্প। শোনা যায়, মাঝেমধ্যেই নাকি ভূতের দর্শন পাওয়া যায় সেখানে। শোনা যায় অদ্ভুত শব্দ। এমনকি বিদেশী ভূতেদের আনাগোনার প্রমাণ নাকি পেয়েছেন অনেকে।
৪) হেস্টিংস হাউস
একসময়ের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের
আবাস 'হেস্টিংস হাউস' নামে পরিচিত। এই বাড়ি
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তা হলেও 'ভুতুড়ে' বলে পরিচিতি আছে তার। শোনা যায় পায়ের আওয়াজ তো কখনো কথা বলার শব্দ। রাত বাড়লে ইতিউতি দেখাও মিলতে পারে...।
একসময়ের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের
আবাস 'হেস্টিংস হাউস' নামে পরিচিত। এই বাড়ি
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু তা হলেও 'ভুতুড়ে' বলে পরিচিতি আছে তার। শোনা যায় পায়ের আওয়াজ তো কখনো কথা বলার শব্দ। রাত বাড়লে ইতিউতি দেখাও মিলতে পারে...।
Comments
Post a Comment