HS Examination 2023: 'এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা একপ্রকার চ্যালেঞ্জ ছিল', একনজরে উচ্চমাধ্যমিক ২০২৩
মাধ্যমিক পরীক্ষার পর পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পরবর্তী লক্ষ্য থাকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু এবছর যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন, কোরোনা অতিমারির কারণে তাঁরা মাধ্যমিকে বসতে পারেননি। ফলে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে প্রথম বড় পরীক্ষা এই উচ্চমাধ্যমিক। বিগত বছরগুলির কোভিড পরিস্থিতি কাটিয়ে চলতি বছরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যা একপ্রকার চ্যালেঞ্জ ছিল বলেই মনে করা হচ্ছে।
এবছর প্রথম থেকেই উচ্চমাধ্যমিক নিয়ে বাড়তি সতর্ক ছিল সংসদ। রাজ্য জুড়ে ২৩৪৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫৫ হাজার ৪৪৪ জন। ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রায় ১.২৭ লক্ষ। পাশের হার ৮৯.২৫ শতাংশ। যার মধ্যে ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৬.২৬ শতাংশ। উত্তীর্ণ হওয়া পড়ুয়ার সংখ্যা ৭৩৭৮০৭ জন। ফলে প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন এবার। এগারোটি জেলায় পাশের হার ৯০ শতাংশেরও বেশি।
পাশের হারে সারা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। কলকাতার স্থান রয়েছে দশমে। ২০২২ সালের মেধাতালিকায় স্থান পেয়েছিলেন মোট ২৭২ জন পরীক্ষার্থী। এবছর সেই সংখ্যাটা ৮৭। মেধাতালিকায় বাজিমাত হুগলির। সর্বাধিক ১৮ জন পরীক্ষার্থী এই জেলা থেকেই। পাশাপাশি,মাধ্যমিকের খরা কাটিয়ে কলকাতার ৩ জন পড়ুয়া জায়গা করে নিয়েছেন উচ্চমাধ্যমিকের মেধাতালিকায়। ১৪ মার্চ থেকে ২৭ মার্চ মোট ৬০টি বিষয়ে উচ্চমাধ্যমিক আয়োজিত হয় পশ্চিমবঙ্গে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ২৪ মে ফলপ্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এ বছরের পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারলেও এখনও উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাননি। ৩১ মে স্কুল থেকে তাঁরা মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবেন। এবারের মার্কশিট ও সার্টিফিকেটে প্রথমবারের জন্য থাকছে কিউআর (QR) কোড। যা স্ক্যান করলে মিলবে পরীক্ষার্থীদের তথ্য। আগামী বছরের উচ্চমাধ্যমিক হতে চলেছে ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৩ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গিয়েছে। স্কুলজীবনকে বিদায় জানিয়ে এবার নিজেদের পছন্দের বিষয় অথবা কোর্সে ভর্তি হয়ে নতুন পথে হাঁটা শুরু হবে পড়ুয়াদের।
By: Tilottoma Chakraborty
Comments
Post a Comment