Tollywood: 'অসুখ-বিসুখ' সারানোর টোটকা নিয়ে হাজির কৌশিক গাঙ্গুলী! হাসিমুখে যোগ দিলেন ইশা-অঙ্কুশ-সায়নী
অসুখ সারিয়ে ফোটাতে হবে হাসিমুখ। তাই চিকিৎসা
বিজ্ঞানকে প্রেক্ষাপট বানিয়ে নতুন ছবি আনতে চলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। তারই শুভ মহরত হয়ে গেল সম্প্রতি। কলকাতায় আয়োজিত হওয়া এই মহরত পর্বে উপস্থিত ছিলেন টলিউডের নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা। ছবির নাম 'অসুখ বিসুখ।'
কৌশিক গাঙ্গুলীর নতুন ছবিতে জুটিতে অভিনয় করবেন থাকবেন ইশা সাহা (Ishaa Saha) ও অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, থাকতে পারেন লাবণী সরকার ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এই ছবির মাধ্যমে টলিউডে পা রাখতে চলেছেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী সায়নী গুপ্ত (Sayani Gupta)। মুম্বাই থেকে কলকাতা শহরে এসে মহরত পর্বে যোগ দিলেন তিনিও।
বিজ্ঞানকে প্রেক্ষাপট বানিয়ে নতুন ছবি আনতে চলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। তারই শুভ মহরত হয়ে গেল সম্প্রতি। কলকাতায় আয়োজিত হওয়া এই মহরত পর্বে উপস্থিত ছিলেন টলিউডের নামজাদা অভিনেতা-অভিনেত্রীরা। ছবির নাম 'অসুখ বিসুখ।'
কৌশিক গাঙ্গুলীর নতুন ছবিতে জুটিতে অভিনয় করবেন থাকবেন ইশা সাহা (Ishaa Saha) ও অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, থাকতে পারেন লাবণী সরকার ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এই ছবির মাধ্যমে টলিউডে পা রাখতে চলেছেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী সায়নী গুপ্ত (Sayani Gupta)। মুম্বাই থেকে কলকাতা শহরে এসে মহরত পর্বে যোগ দিলেন তিনিও।
ছবির মহরত পর্বে নজর কাড়লেন অভিনেত্রী ইশা সাহা ও সায়নী গুপ্ত। কালো শাড়িতে স্নিগ্ধ রূপে ধরা দিলেন ইশা, সাদা শাড়িতে মোহময়ী সায়নী। অভিনেতা অঙ্কুশকে দেখা গেল হলুদ পাঞ্জাবিতে। এছাড়া বাকি কলাকুশলীরাও উপস্থিত ছিলেন মহরতে। 'অসুখ বিসুখের' সঙ্গীত পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অতি শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।
Written by: Tilottoma Chakraborty
Comments
Post a Comment