Anirban Chakraborty: দর্শকদের ভালোবাসায় 'একেন' ফিরছেন অন্য রূপে! শিগগির মিলবে ঝলক...
একেনবাবুর চরিত্রে তিনি মন জয় করেছেন সবার। বাপি, প্রমথকে নিয়ে তাঁর রাজস্থান সফর তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন দর্শক। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে হিট 'দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান'(The Eken Ruddhosas Rajasthan)। মুভির পঞ্চাশ দিনের সফলতা হাসিমুখে উদযাপন করেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। তবে কেবল 'একেনেই' বন্দি থাকতে রাজি নন অনির্বাণ। তাই এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি।
সূত্রের খবর, হইচই (Hoichoi) এর পরবর্তী একটি ওয়েবসিরিজে অভিনয় করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী। উল্লাস মল্লিকের উপন্যাস 'ডুগডুগি' অবলম্বনে তৈরি হচ্ছে এটি। সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু, শ্রেয়া ভট্টাচার্য, অতনু বর্মণ-সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা। ইতিমধ্যে সিরিজের শ্যুটিং চলছে জোরকদমে।
অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন 'একেন' পরিচালক জয়দীপ ভট্টাচার্য। তাঁর কথায়, "অনির্বাণ শক্তিশালী অভিনেতা, তা নিয়ে কোনো সন্দেহ নেই।" পাশাপাশি পরিচালকের মত, সিরিজে একদম নতুন ভাবে অনির্বাণকে আবিষ্কার করবেন দর্শকরা। অন্যদিকে অভিনেতার কথায়, "এটি সম্পূর্ণ অন্য ধরনের চরিত্র। আমি আর জয়দীপ দা করছি মানে এটা কিন্তু একেনবাবুর ধাঁচের মেকিং নয়।"
By: Tilottoma Chakraborty
Comments
Post a Comment