Rafiath Rashid Mithila: লাল শাড়ি, এলোমেলো চুল নব বেশে মিথিলা...কানে কানে ফাঁস সিক্রেট!
লাল শাড়ি, এলোমেলো চুল নব সাজে সাজলেন মিথিলা। অভিনেত্রীকে নতুন রূপে দেখে অবাক অনুরাগীরা। তবে এই সাজের রহস্য কী? জানা গেল এবার।
আজকাল গল্প ও উপন্যাস নিয়ে তৈরি হওয়া সিনেমা ও ওয়েবসিরিজের জনপ্রিয়তা তুঙ্গে। সেই কথাকে মাথায় রেখেই এবার কালজয়ী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ছোট গল্প নিয়ে নতুন সিরিজের ভাবনাচিন্তা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত 'অভাগীর স্বর্গ' অবলম্বনে 'ও অভাগী' আসছে ছোট পর্দায়।
এই সিরিজের প্রধান চরিত্রে থাকছেন ভারত ও বাংলাদেশ খ্যাত অভিনেত্রী রাফিয়াদ রাশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবযানী চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, সৌরভ হালদার, আরজে জিনিয়া-সহ অন্যান্যরা। সিরিজের পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর 'নন্টে ফন্টে' মুভিটি।
অভিনেত্রী মিথিলাকে এখানে দেখা যাচ্ছে লাল শাড়ি, এলোমেলো চুল গ্রাম্য বধূর রূপে। কখনও দুঃখী তো কখনও রুদ্রানী রূপ ফুটে উঠছে তাঁর। পরিচালক জানিয়েছেন, ষাট সত্তর দশকের গ্রাম্য সমাজের অপ্রিয় বেশ কিছু দিক উঠে আসবে ছবিটিতে। যেহেতু এটি একটি উপন্যাসের ভার্সন তাই, মূল গল্পকে বিকৃত না করে নতুন কিছু তৈরি করাই এখানে চ্যালেঞ্জ।
Comments
Post a Comment