Weather Update: বঙ্গে এল বর্ষা? অবশেষে স্বস্তির খবর জানাল আবহাওয়া দপ্তর


বিগত দিনগুলির তীব্র দাবদাহের যন্ত্রণায় কাহিল রাজ্যবাসী। দিনের বেলায় ঘেমে নেয়ে ছুট, আবার রাতে দমবন্ধ গরমে অস্থির হয়ে ফেরা। এক পশলা বৃষ্টি পেতে চাতক পাখির দশা বাংলার। মাঝেমধ্যের
বিক্ষিপ্ত বৃষ্টিতে গরম কমার বদলে বাড়ছে অস্বস্তি।
এই পরিস্থিতি থেকে রেহাই চান বঙ্গবাসী। এরইমধ্যে সোমবার সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে রাজ্যে।


সোমবার সকাল হতেই প্রবল বৃষ্টিপাত ঘটে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই বৃষ্টি কি বর্ষার আগমনী? প্রশ্ন জাগছে বঙ্গবাসীর মনে। এহেন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গবাসীকে স্বস্তির খবর দিল। হাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি প্রাক বর্ষার। আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে।
যদিও, পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা এখনও জারি রেখেছে আবহাওয়া দপ্তর।


তাহলে বর্ষা আসবে কবে?

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন সোমবার থেকে ঝাড়খন্ড এলাকায় সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যার দরুণ বৃহস্পতিবারের মধ্যেই মৌসুমি বায়ুর বঙ্গে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিন সকালের বৃষ্টির ফলে তাপমাত্রা নেমেছে অনেকটা। আবহাওয়ার অস্বস্তিকর পরিস্থিতিও কেটেছে। তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন বঙ্গবাসী। বর্তমানে, বর্ষা আসার দিন গুনছে রাজ্য। তাপ মুক্তি ঘটিয়ে বর্ষার বর্ষণ স্বস্তি আনবে বাংলায়।


By: Tilottoma Chakraborty 





Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ