Byomkesh O Durgo Rahasya: পর্দা পেরিয়ে প্রকাশ্যে 'সত্যবতী'! চমকে দিলেন দেব! অবাক অনুরাগীরা

নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন অভিনেতা দেব।
গোলন্দাজ, টনিক, প্রজাপতির পর এবার ধুতি-পাঞ্জাবিতে 'ব্যোমকেশ' তিনি। করবেন 'দূর্গরহস্য' সমাধান। কিন্তু ব্যোমকেশের পাশে সত্যবতী কে?
দীর্ঘ জল্পনা শেষে প্রকাশ্যে আসেন তিনি। ছবির মহরতে জানা যায় 'দেবের রুক্মিণী' হচ্ছেন 'ব্যোমকেশের সত্যবতী'।

 ব্যোমকেশের ভূমিকায় দেবের ফার্স্ট লুক দেখা গিয়েছিল পোস্টার রিলিজের দিনেই। কিন্তু সত্যবতীর দর্শন পাননি অনুরাগীরা। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে ফার্স্ট লুক এল প্রকাশ্যে। অনুরাগীদের চমকে দিয়ে 'সত্যবতীকে' সামনে আনলেন 'ব্যোমকেশ'। নিজের ইন্সটাগ্রাম আইডি থেকে এদিন দুটি ছবি পোস্ট করেছেন অভিনেতা দেব। যেখানে হ্রদের ধারে গোধূলি লগনে মুখোমুখি ব্যোমকেশ ও সত্যবতী। শাড়ি-বিনুনির সাজে মোহময়ী রুক্মিণী...সূর্য ডোবার আলোয় আধো স্পষ্ট মুখ। আর তাতেই নজর কেড়েছেন দেব-রুক্মিণী জুটি।


পরের ছবিতে দেখা যাচ্ছে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' টিমকে। ক্যাপশনে লেখা 'আমাদের শিডিউল নম্বর ৩-এর শ্যুটিং শেষ হলো, ঝাড়খন্ড ও বোলপুরে ব্যোমকেশ ও দূর্গরহস্যের শ্যুটিং শেষ। এবার পালা শিডিউল নম্বর ৪-এর'। আর কিছুদিনের অপেক্ষা। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'।

By: Tilottoma Chakraborty 

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ