Fatafati Bengali Movie: সপ্তম সপ্তাহে পা রাখল 'ফাটাফাটি'! সঙ্গে সঙ্গেই বড় খবরটা দিল উইন্ডোজ!
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: গত ১২ মে প্রকাশ পেয়েছিল আবির-ঋতাভরী (Abir Chatterjee- Ritabhari Chakraborty) অভিনীত 'ফাটাফাটি' (Fatafati) মুভিটি। 'ফুল্লরার' কাহিনী জনপ্রিয় হয়েছে দর্শক মহলে। সামাজিক ধ্যান ধারণার বিরুদ্ধে একটি বড় মেসেজ দিয়েছে এই সিনেমাটি। আর তাই প্রথম দিন থেকেই প্রশংসা পেয়েছেন গোটা 'ফাটাফাটি' (Fatafati) টিম। কিছুদিন আগেই সফল পঞ্চাশ দিনের সেলিব্রেশনে মেতেছিলেন আবার-ঋতাভরী-সহ গোটা টিম মেম্বাররা। কেক কাটা, মিষ্টি মুখ বিনিময়ে জমে একগুচ্ছ ফ্রেম।
গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন সপ্তম সপ্তাহে পৌছে গিয়েছে 'ফাটাফাটি'। তবু এখনও হলমুখী দর্শকরা। এদিন সিনেমার প্রযোজনা সংস্থা 'উইন্ডোজের' তরফে একটি খবর জানানো হল দর্শকদের উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে, সপ্তম সপ্তাহে পৌছেও সগৌরবে এগোচ্ছে 'ফাটাফাটি'।
মুক্তির পঁয়তাল্লিশ দিনের মাথায় আগাম হাউসফুল 'ফুল্লরার' গল্প। বর্তমানে নন্দনে চলছে 'ফাটাফাটি'। শো টাইম বিকেল ৩:৪৫। এই খবরে নিঃসন্দেহে খুশি ছবির কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আনন্দ বিনিময় করেছেন তাঁরা।
প্রসঙ্গত, কিছুদিনের মধ্যেই আসছে 'উইন্ডোজের' পরবর্তী ছবি 'দাবাড়ু'। গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনী আসছে বড় পর্দায়। আশা করা যাচ্ছে, দর্শক মহলে সমাদৃত হবে ছবিটি।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment