Koel Mallik: 'জঙ্গলে' শ্যুটিং ফাঁকে তীর্থ ভ্রমণে 'মিতিনমাসি'! ৪৭ ডিগ্রিতেও ফুরফুরে মেজাজ তাঁর


সিংভূমের জঙ্গলে চলছে মিতিনমাসির শ্যুটিং। তাপমাত্রা প্রায় ৪৭ ডিগ্রি! কিন্তু গরম বাড়লেও এতটুকু ক্লান্ত নন পর্দার মিতিনমাসি ওরফে কোয়েল মল্লিক। বরং বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন তিনি। শ্যুটিং সেরেই বেড়িয়ে পড়লেন তীর্থ ভ্রমণে। 


ব্যাক্তিগত জীবনে কোয়েল মল্লিক ঈশ্বরে বিশ্বাসী। মাঝেমধ্যেই পুজো দিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি মিতিনমাসির শ্যুটিংয়ে গিয়ে মহাদেবের গুহায় পুজো দিয়ে এলেন তিনি। কিন্তু মহাদেবের দর্শন পেতে গেলে পেরোতে হবে অনেকগুলো সিঁড়ি। তাতেও নো পরোয়া অভিনেত্রীর। বরং খুশি মনে সিঁড়ি দিয়ে ওঠার সময় ভিডিও করে লিখলেন 'শ্যুটিং ফাঁকে তীর্থ ভ্রমণ'। 



সুচিত্রা ভট্টাচার্যের লেখা 'মিতিনমাসির' চরিত্রকে পর্দায় স্বার্থকভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। পেয়েছেন দর্শকদের অফুরান ভালোবাসা। মাঝের কিছুদিনের বিরতি কাটিয়ে ফের পর্দায় আসছে সুচিত্রা ভট্টাচার্যের গোয়েন্দা চরিত্র। পুজোয় আসছে 'জঙ্গলে মিতিনমাসি'। শহর ছাড়িয়ে এবার জঙ্গলে হবে রহস্য সমাধান। পরবর্তী ছবিকে নিয়ে আশান্বিত অভিনেত্রী কোয়েল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন, '৪৭ ডিগ্রিতে গভীর জঙ্গলে শ্যুটিং করছি আমরা, এবারের মিতিনমাসি সফর আবেগজড়িত ও রোমাঞ্চকর'। পাশাপাশি তিনি লেখেন, 'এই পর্বের অংশীদার হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি'।



Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ