New Bengali Serial: একসঙ্গে জুটি বাঁধছেন মানালি-স্নেহা-বাসবদত্তা! চতুর্থ জন কে? তুঙ্গে টলিপাড়ার গুঞ্জন
আসছে নতুন ধারাবাহিক। যেখানে এক স্ক্রিনে দেখা যাবে মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, ও
বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। তবে শুধু এঁনারাই নন।
রয়েছে আরেকজন চতুর্থ নায়িকা। তবে তিনি কে? তা নিয়েই গুঞ্জন শুরু টলিপাড়ায়।
বাসবদত্তা চট্টোপাধ্যায়কে। তবে শুধু এঁনারাই নন।
রয়েছে আরেকজন চতুর্থ নায়িকা। তবে তিনি কে? তা নিয়েই গুঞ্জন শুরু টলিপাড়ায়।
ধারাবাহিকের গল্পটি চার নারীর জীবনকে কেন্দ্র করে। নানান ওঠাপড়া, ভালো খারাপের মধ্যে দিয়ে চলা দৈনন্দিন পটভূমি খুঁজে পাবেন দর্শকেরা। মানালি দে এবং স্নেহা চট্টোপাধ্যায়কে এর আগে একসাথে পেয়েছেন দর্শকরা। আর এবার এঁদের সঙ্গে এবার যোগ দিলেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। সম্প্রতি 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন অভিনেত্রী স্নেহা। অন্যদিকে মা হওয়ার পর ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন অভিনেত্রী বাসবদত্তা।
কানাঘুষো শোনা যাচ্ছে চতুর্থ নায়িকা হতে পারেন সৌমিলি বিশ্বাস। এক নায়কের চরিত্রে থাকবেন সৌম্য বন্দোপাধ্যায়। আরেকজন নায়কের চরিত্রে নেওয়া হতে পারে দ্রোণ নামের এক অভিনেতাকে। এই মাসেই রয়েছে ধারাবাহিকের প্রোমো শ্যুটিং। বাকি অভিনেতা, অভিনেত্রীদের পরিচয় জানা যাবে শীঘ্রই।
By: Tilottoma Chakraborty
Comments
Post a Comment