Offbeat Destination: ঠিক যেন চোখের আরাম! কালিম্পং থেকে ১০০ টাকারও কম খরচে পৌছে যান এই পাহাড়ি গ্রামে


তাপপ্রবাহে ক্লান্ত কলকাতা। দু-এক দিনের ছুটি মিলতেই মন চায় ঘুরতে যেতে। কিন্তু এই গরমে কোথায় যাবেন? প্রশ্নটা ঘুরে ফিরে আসছে তো মাথায়? আপনাদের জন্যই এই প্রতিবেদনে দেওয়া রইল এমনিই এক ছবির মতো গ্রামের সুলুক সন্ধান। যেখানে গেলে মন তো ভালো হবেই, সঙ্গে মিলবে চোখের আরাম।

কালিম্পং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত পাহাড় ঘেরা গ্রাম 'সান্তুক'। শিলিগুড়ি থেকে দূরত্ব ৮০ কিলোমিটার। নেওড়াভ্যালি অভয়ারণ্যের অংশ এই গ্রাম। এই গ্রামের কাছেই বয়ে চলেছে রেলি নদী। চারিদিক পাহাড়ে ঘেরা। রহিং ও পায়ুং নদীর মাঝে রামাইলো সান্তুক। গ্রামের পথ ধরে হাঁটলে পৌছে যাবেন কালিম্পং সাইটে। ৫০ মিটার চড়াই পেরোলেই দেখতে পাবেন রামাইলো সান্তুকের ক্যাম্প সাইট। প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা এই গ্রামে আসেন বহু পর্যটক। ট্রেকিং করার জন্য আদর্শ এই গ্রাম। অনেকে আসেন ক্যাম্পিং করতে। এখানে কান পাতলেই শুনতে পাবেন হাজার পক্ষির কলরব। মন ভালো করা এই গ্রামে এলে ভুলে যাবেন শহুরে যান্ত্রিকতা।

 কিভাবে যাবেন?

ট্রেনে নিউজলপাইগুড়ি যেতে হবে। এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন সান্তুকে। অথবা আপনি কালিম্পংয়ে পৌছতে পারেন। কালিম্পং থেকে আলগারা হয়ে আসা যায় সান্তুক। সরকারি বাসে আসতে পারেন আবার কালিম্পং বাজার থেকে গাড়ি ভাড়া করেও পৌছতে পারেন গন্তব্যে। কালিম্পং বাজার থেকে শেয়ারে গাড়ি নিলে মাত্র ৭০ টাকা খরচেই পৌছে যাবেন সান্তুক।

কোথায় থাকবেন?

অফবিট ডেস্টিনেশন হলেও আজকাল বহু পর্যটক পাড়ি জমাচ্ছেন 'সান্তুকে'। গড়ে উঠেছে কিছু হোমস্টে। সেখানে থাকতে পারেন। তাছাড়া আপনি যদি অ্যাডভেঞ্চারে আগ্রহী হন তবে পাহাড়ের কোলে রাত কাটানোর জন্য সান্তুকে রয়েছে ক্যাম্পিং করার সুবিধা।


কাছাকাছি ডেস্টিনেশন

পাহাড়ি গ্রাম সান্তুকে এসে আশেপাশে আরও বেশ কিছু জায়গায় পাড়ি জমাতে পারেন পর্যটকরা। সামনেই রয়েছে দাঁড়াগাও, সামালবং, রামধুরা কোলাখামের মতো ডেস্টিনেশন। তাই স্বল্প সময়ের
'ট্রু - ট্রাভেল' হতে পারে পাহাড়ি গ্রাম সান্তুক। আর দেরি কিসের? বেড়িয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে।

By: Tilottoma Chakraborty 


 

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ