Ranu Mondal New Song: আবার গান গাইলেন রানু মন্ডল! কোন গান? এবারে তাঁর সঙ্গী...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: 'তেরি মেরি কাহানী...।' বলিউডের হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সঙ্গে গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়েছিলেন রানাঘাট রেল স্টেশন বাসিন্দা রানু মন্ডল (Ranu Mondal)। তাঁর জীবনের ছন্দপতনের গল্প উঠে আসে শিরোনামে। রেল স্টেশনবাসী রানুর (Ranu Mondal) বলিউড যাত্রা নিয়ে লেখালেখি হয় বিস্তর। ইন্টারভিউ আর মানুষের আনাগোনায় এক নম্বর চর্চার পাত্র হয়ে ওঠেন রানু মন্ডল (Ranu Mondal)।
কিন্তু বেশ কিছুদিন হইচইয়ের পর কার্যত আর খবর ছিল না রানুর। তিনি কোথায় আছেন আর কী করছেন তা নিয়ে দু একটি ভিডিয়োও সামনে আসে। পুরনো ভাঙাচোরা বাড়িতে মুখ গুঁজে ছিলেন। খাবার জুটতো কোনোওদিন তো কোনোওদিন না! প্রচার থেকে দূরে একদা জীবন কাটাচ্ছিলেন রানু। তিনি কী আবারও গান গাইবেন? প্রশ্নের উত্তরে নিজেও কিছু জানাতে পারেননি রানু। তবে এবার ছন্দপতন ডিঙিয়ে গানের জগতে ফিরে এলেন তিনি।
জানা যাচ্ছে, এবার আশরাফুল হোসেন তথা হিরো আলমের (Hero Alom) সঙ্গে জুটি বেঁধেছেন রানু মন্ডল। এবারে তাঁদের গানের নাম "তুমি ছাড়া আমি কী করে বাঁচি।" ইউটিউবে গান গেয়ে প্রকাশ্যে এলেন রানু। প্রসঙ্গত, সোশ্যালে আলোচনার আরেক নাম 'হিরো আলম'। রানু মন্ডলও তাই। আর এবার তাঁদের দুজনের জুটিতেই মুক্তি পেল "তুমি ছাড়া আমি"। ইতিমধ্যে গানটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment