Ritabhari Chakraborty: ফাটাফাটি কামব্যাক 'ঋতাভরীর'! কন্যার জলকেলি দেখে 'থ' অনুরাগীরা
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক:আজকাল 'ঋতাভরীতে' (Ritabhari Chakraborty) মজেছে নেট দুনিয়া। মাঝে মধ্যেই অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে চোখ কপালে ওঠে অনুরাগীদের। মাঝের কিছুদিনের বিরতি সেরে 'ফাটাফাটির' (Fatatati) দুর্দান্ত পারফরম্যান্সের পর এখন ফটোশ্যুটে নজর দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি নীল জলে তাঁর জলকেলি দেখে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্টস।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। যেখানে কালো টু পিস বিকিনিতে উপচে পড়ছে তাঁর সৌন্দর্য। মৃদু রোদে ধোঁয়ায় আচ্ছন্ন সেই ভিডিয়ো জুড়ে কেবল জলকেলিতে মজেছেন অভিনেত্রী। কখনও জল সরাচ্ছেন আবার কখনও জল থেকে উঠে আসছেন। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে বাজছে 'গেহরাঁইয়া' গানটি। পাশাপাশি, কালো টু পিস বিকিনির বেশ কিছু ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। মুহূর্তে ভাইরাল হয়েছে 'জলকন্যার' সেই ছবি।
কিছুদিন আগে (১২ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল
আবির-ঋতাভরী অভিনীত 'ফাটাফাটি' মুভিটি। ইতিমধ্যে মুভিটি সপ্তম সপ্তাহে পা দিয়েছে। এখনও আগাম হাউসফুল 'ফাটাফাটি'। উইন্ডোজের তরফ থেকে সেই সগৌরব মুহুর্তের ছবি পোস্ট করে খুশি বিনিময় করা হয়েছে।
আবির-ঋতাভরী অভিনীত 'ফাটাফাটি' মুভিটি। ইতিমধ্যে মুভিটি সপ্তম সপ্তাহে পা দিয়েছে। এখনও আগাম হাউসফুল 'ফাটাফাটি'। উইন্ডোজের তরফ থেকে সেই সগৌরব মুহুর্তের ছবি পোস্ট করে খুশি বিনিময় করা হয়েছে।
Comments
Post a Comment