SHIBPUR TEASER: গায়ে কাঁটা দেওয়া টিজার! গুলি-বারুদের রাজনীতি উস্কে প্রকাশ্যে এল 'শিবপুর'



সেই আটের দশকের কথা। বাম-কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের রেশ ছড়ায় হাওড়ার শিবপুর এলাকায়। চলে অরাজকতা, খুন রক্তারক্তি। সেই সময়কার অশান্ত পরিস্থিতিকে প্রেক্ষাপট ধরেই আসতে চলেছে অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ছবি 'শিবপুর'। এবার প্রকাশ্যে এল টিজার।

প্রকাশ পাওয়া 'শিবপুরের' টিজার জুড়ে উঠে এসেছে তৎকালীন রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি। কখনও খুন তো কখনও হুমকি। এছাড়া রহস্যের জটিলতা ও দুরন্ত সময়ের গল্প শোনাবে অরিন্দম ভট্টাচার্যের ছবি। গায়ে কাঁটা দেওয়া টিজারে ফুটে উঠেছে বেঁচে থাকার সংগ্রাম। সিনেমায় নজরকাড়া ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (সুলতান সিং)। সঙ্গে দাপুটে চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুজয়নীল মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, রাজদীপ সরকার-সহ অন্যান্য অভিনেতা, অভিনেত্রীরা।


'শিবপুর' মুভির টিজারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে অনন্য ভূমিকায় খুঁজে পেয়েছেন অনুরাগীরা। পাশাপাশি পরম-স্বস্তিকার এক ফ্রেম শেয়ারে আলাদা মাত্রা 'শিবপুরে'। আগামী ৩০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। 





Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ