Solanki Roy: Hoichoi-এর ওয়েবসিরিজ থেকে বাদ সোলাঙ্কি! কারণ কী? জায়গা পূরণে এলেন আরেক পরিচিত মুখ...
অতি শীঘ্রই হইচই (Hoichoi) তে আসতে চলেছে এক কমেডি সিরিজ। সেই সিরিজে অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy)। এদিকে সব ঠিক হওয়ার পরও কাজ থেকে বাদ পড়লেন তিনি! সোলাঙ্কির বাদ পড়ার ঘটনায় জোর গুঞ্জন শুরু টলি পাড়ায়।
'গাঁটছড়া' ছাড়ার পর কয়েক দিনের বিরতিতে ছিলেন সোলাঙ্কি। ঘুরে আসেন পাহাড় থেকেও। কিছুদিন আগে জানা যায়, এবার ওটিটি প্ল্যাটফর্মে ফিরতে চলেছেন তিনি। কাজ করবেন হইচইয়ের পরবর্তী কমেডি সিরিজে। সোলাঙ্কির বিপরীতে থাকবেন 'বল্লভপুরের রূপকথার' সত্যম ভট্টাচার্য। সিরিজের পরিচালনা করবেন রাহুল ভট্টাচার্য। এদিকে সম্প্রতি জানা গেল সোলাঙ্কি নয়, বরং সেই জায়গায় কাজ করবেন অন্য অভিনেত্রী!
কিন্তু সোলাঙ্কির সরে আসার কারণ কী? জানা যাচ্ছে, পরিচালকের সঙ্গে ঝামেলা বিবাদের জেরে সিরিজ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। সেই জায়গায় সুযোগ পেয়েছেন টিভি পর্দার আরেক পরিচিত মুখ 'মন ফাগুন' খ্যাত সৃজলা গুহ। সিরিজের শ্যুটিং শুরু হলেও বর্তমানে বন্ধ রয়েছে শ্যুটিং।
By: Tilottoma Chakraborty
Comments
Post a Comment