Subhashree Ganguly: সন্ধ্যার স্যোশ্যালে আগুন ঝরালেন শুভশ্রী! 'গ্ল্যামার গার্লের' উজ্জ্বলতায় কুপোকাত অনুরাগীরা


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজের বয়স্কা ইন্দু আর সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করা গ্যামারাস শুভশ্রী যেন দুই প্রজন্মের ধারাচিত্র। কিন্তু অভিনয় দক্ষতার অপরূপ টানে সেই দুই মেরু এসে মেশে এক মানুষের ক্যানভাসে। মাঝে মধ্যেই বিভিন্ন থিম ফটোশ্যুটে নজর কাড়েন শুভশ্রী। লাল, নীল, হলুদ, সবুজ নানান রঙের খেলায় সেজে উঠতে দেখা যায় 'রাজ ঘরণী' কে। 


এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী। সেখানে হলুদ ড্রেসের 'গ্ল্যামার গার্লের' থেকে নজর সরানোই দায়! প্রত্যেকটি ছবিই অত্যন্ত উজ্জ্বল। যার ক্যাপশনে লেখা 'শাইন অন'! ছবি পোস্ট করতেই ছুটে এসেছে কমেন্টসের ঝড়। এক ঝাঁপি ভালোলাগা উজাড় করেছেন অনুরাগীরা।



কিছুদিন আগেই টিভি নাইন বাংলার 'ঘরের বায়োস্কোপে' 'ইন্দুবালা ভাতের হোটেলের' তরফ থেকে সেরা অভিনেত্রী (OTT)-র সন্মান জিতেছেন শুভশ্রী। যার দরুণ রীতিমতো খুশি তাঁর অনুরাগীরা।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।








Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ