The Eken Ruddhaswas Rajasthan: হাঁটি হাঁটি পঞ্চাশে 'রুদ্ধশ্বাস রাজস্থান'! সেলিব্রেশন মুডে টিম 'দ্য একেন'


বাঙালির পছন্দের গোয়েন্দা একেনবাবু। তিনি যেমন খাদ্য রসিক, হাসিখুশি, তেমনই রহস্য সমাধানে সমান পারদর্শী। এখন আট থেকে আশি সকলেরই পছন্দ একেনবাবুকে। সারা বছর অপেক্ষা চলে একেনবাবু আসবে কবে! কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে এসেছে 'দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান'। আর এখন হাঁটি হাঁটি পায়ে তা পৌছলো সফল পঞ্চাশ দিনের দোড়গোড়ায়।


গত ১৪ এপ্রিল, পয়লা বৈশাখের দিন মুক্তি পেয়েছে 'দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান'। প্রথম দিন থেকেই কার্যত হাউসফুল সিনেমাটি। হলে হলে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দেন স্বয়ং একেনবাবু। সিনেমা দেখার পর প্রচুর পজিটিভ রেসপন্স পাওয়া গিয়েছে দর্শকদের কাছ থেকে। আর এখন পঞ্চাশ দিনের মাইলস্টোন টপকানোয় চওড়া হাসি 'টিম একেন'- এর অন্দরে। 


এ বছর রাজস্থানে রহস্যভেদে বেড়িয়েছেন একেনবাবু তথা অনির্বাণ চক্রবর্তী। সঙ্গে দোসর বাপি বাবু (সুহত্র মুখোপাধ্যায়) ও প্রমথ বাবু (সোমক ঘোষ)। সিনেমায় অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, রজতাভ দত্ত, রাজেশ শর্মার মতো নামজাদা অভিনেতা ও অভিনেত্রীরা। ডিরেক্টর জয়দীপ মুখার্জির হাতে সেজে উঠেছে মুভি প্রেক্ষাপট। সব মিলিয়ে একটানা পঞ্চাশ দিন দর্শকদের ভালোবাসায় হিট 'রুদ্ধশ্বাস রাজস্থান'।

By: Tilottoma Chakraborty 

 

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ