Tollywood Update: ৭৫-এ পা দিয়েও 'লাভ ম্যারেজ'! "পরিচালক বললেন আমি খুবই খুশি"! আসল কেসটা কী?


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল পরিচালক  প্রেমেন্দুবিকাশ চাকীর হাতে গড়া 'লাভ ম্যারেজ' ছবিটি। যেখানে অভিনয় করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Hazra- Oendrila Sen) জুটি। পাশাপাশি জুটিতে অভিনয় করেন অপরাজিতা আঢ্য ও রঞ্জিত মল্লিক। হাসির মোড়কে প্রেমের মজার গল্প শুনিয়েছেন পরিচালক। 


ছবিটি প্রকাশ পাওয়ার পরেই কথা উঠছিল ছবিটি আদৌ কতটা সফলতা পাবে সেটা নিয়ে। তবে সব জল্পনাকে তুড়িতে উড়িয়ে এবার ৭৫-এর মাইলস্টোন টপকালো 'লাভ ম্যারেজ'। পরিচালক বললেন, "আমি খুবই খুশি।" তাঁর কেরিয়ারে এই প্রথম ছবি যা সফল ৭৫ দিনের পথে হাঁটল। তাঁর কথায়, এ থেকেই প্রমাণিত গল্প ভালো হলে মানুষ এমনিই দেখতে যাবেন। তাঁর জন্য কোনো জোরাজুরি করার প্রয়োজন নেই।



ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার' কথাটি ফের একবার প্রমাণ করল 'লাভ ম্যারেজ'। পরিচালক বলেন, "অনেকেই ছবিটিকে ফ্লপ বলে ঘোষণা করেছিলেন। তাঁদের কাছে আমার প্রশ্ন তাঁরা কি আদৌ দেখেছেন ছবিটি?" অর্থাৎ এটি কেবল ট্রেলার দেখেই যোগ্যতা নির্ধারণ নয় কি! তাই সকলের উদ্দেশ্যে তাঁর অনুরোধ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে আসুন। হয়তো ভালো লেগেই যাবে।



বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।







Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ