Tollywood News: সফল পঁচিশের 'ফাটাফাটি' সেলিব্রেশনে মাতলেন আবির-ঋতাভরী! সঙ্গী হলেন কারা?
বক্স অফিসে ফাটিয়ে চলছে 'ফাটাফাটি' (Fatafati)। ছবি মুক্তির পরেই ছুটছে তার ইনিংস। দর্শকদের পছন্দ এই গল্প। প্রেক্ষাগৃহ থেকে বেরোনো দর্শকদের মুখে খুশির ঝিলিক। আর তাতেই হাসি ফুটেছে 'টিম ফাটাফাটির' মুখে। 'ফাটাফাটির' চাকা যখন সফল পঁচিশে গড়ালো তখনই সেলিব্রেশনে মাতলেন আবির (Abir Chatterjee), ঋতাভরীরা (Ritabhari Chakraborty)।
সম্প্রতি দক্ষিণ কলকাতার এক অভিজাত শপিং মলে আয়োজন করা হয় সেলিব্রেশন পর্ব। সেদিন হাজির ছিল গোটা 'ফাটাফাটি' টিম। সেলিব্রেশনে কাটা হল কেক। মিষ্টিমুখ বিনিময় করলেন তাঁরা। কেক পর্ব মিটতেই ক্যামেরার সামনে হাসিমুখে হাজির 'ফাটাফাটি' অভিনেতা ও অভিনেত্রীরা।
আবির, ঋতাভরীর সঙ্গে সেলিব্রেশন পর্বে উপস্থিত ছিলেন পরিচালক অরিত্র মুখার্জি। এছাড়া সেখানে স্বস্তিকা, সোমা চক্রবর্তী, অস্মি ঘোষ-সহ অন্যান্যরা।
By: Tilottoma Chakraborty
Comments
Post a Comment