Vikram-Solanki: "আট বছর পর বুঝতে পারলাম ও কতটা..." বিক্রমের স্বভাব ফাঁস করলেন সোলাঙ্কি!


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর ফের পর্দায় ফিরেছে 'ইচ্ছে নদী' জুটি। অনুরাগীদের বহু আব্দার সত্ত্বেও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। একদিকে ধারাবাহিকে ব্যস্ত সোলাঙ্কি (Solanki Roy) অন্যদিকে ওটিটি তে ব্যস্ত বিক্রম (Vikram Chatterje)। তবে এবার অপেক্ষা কাটিয়ে 'শহরের উষ্ণতম দিনে'(Sohorer Ushnotomo Dine) ফিরেছেন তাঁরা। বড় পর্দার প্রেমের গল্পে জুটি বাঁধতে চলেছেন বিক্রম-সোলাঙ্কি। 


ভালোবাসার শহর কলকাতা জুড়ে ছড়িয়ে থাকবে বিক্রম-সোলাঙ্কির প্রেমের গল্প। কখনও বৃষ্টি, কখনো
রোদ, দুয়ের মিশেলে উষ্ণ-সিক্ত হবে তাঁদের কাহিনী। ২০১৭ সালে শেষ হয়েছিল 'ইচ্ছে নদী' ধারাবাহিকটি। বছর আটেক পর আবার একসঙ্গে কাজ করলেন দুজনে। পুরনো বন্ধুত্ব ফের একবার তরতাজা হল তাঁদের। 



এহেন অভিজ্ঞতায় কেমন লাগছে সোলাঙ্কির? এক সংবাদমাধ্যমের তরফে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিক্রমের সম্বন্ধে বলেন, "আট বছর পর বুঝতে পেরেছি ও কতটা অসহ্যকর।" বলেই হেসে ফেলেন অভিনেত্রী। অর্থাৎ নিতান্তই মজা করে বলেছেন তিনি। পরক্ষণেই তাঁর কথায়, "আমি খুব খুশি হয়েছি ওর সঙ্গে কাজ করতে পেরে।"


আগামী ৩০ জুন মুক্তি পেতে চলেছে বিক্রম-সোলাঙ্কি অভিনীত 'শহরের উষ্ণতম দিনে' মুভিটি। প্রেমের ভাঙা-গড়ার কাহিনী নিয়ে বড় পর্দায় আসছেন ধারাবাহিকের 'হিট জুটি'। সিনেমার পরিচালনা করছেন অরিত্র সেন। পাশাপাশি রয়েছেন অনামিকা চক্রবর্তী, দেবপ্রিয় মুখোপাধ্যায়, রাহুল দেব বসু, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা।


বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।









Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ