West Bengal Tourism: বর্ষায় দিঘা যাবেন? নতুন চমক অপেক্ষা করছে আপনার জন্য


বাঙালি মানেই 'দিপুদা'। এখন সারা বছরই উপচে পড়া ভিড় জমে দিঘায়। উইক এন্ড কাটাতে কিংবা হাতে গোনা ছুটির সদ্ব্যবহারে স্বল্প খরচের পছন্দের ডেস্টিনেশন এটি। রাজ্য সরকারের তরফে দিঘার ট্যুরিজমকে ঢেলে সাজানো হচ্ছে। প্রায়শই নতুন চমক উপস্থিত হচ্ছে পর্যটকদের জন্য।

সামনেই আসছে বর্ষা। আর বৃষ্টিতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন দলে দলে পর্যটক। তাঁদের কথা চিন্তা করেই এবার বর্ষার আগেই ভোল বদলাতে চলেছে দিঘার।


জানা যাচ্ছে, দিঘায় তৈরি হওয়া মেরিন ড্রাইভকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক কাজ শুরু হয়েছে। দিঘার প্রবেশপথ সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বাগান। মেরিন ড্রাইভ এলাকায় নানান মূর্তি বসানো ও বসার জায়গা তৈরির কাজ চলছে। পাশাপাশি জোর কদমে চলছে ঢেউসাগর, অমরাবতী পার্ক সাজানোর কাজ। দিঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। ভবিষ্যতে যা দিঘার অন্যতম আকর্ষণ হতে চলেছে। সব মিলিয়ে বর্ষায় আগত পর্যটকদের চমক দিতে তৈরি উইক এন্ড ডেস্টিনেশন দিঘা।




Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ