Jeetu-Nabanita Devorce: বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন জিতু! সত্যিই কি ডিভোর্স হচ্ছে তাঁদের?
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) ও অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal)-এর দাম্পত্য পেরিয়েছে প্রায় বছর পাঁচেক হল। হাসিমুখের ছবি পোস্ট, সোশ্যাল
মিডিয়ায় খুশি দাম্পত্য তাঁদের। কিছুদিন আগেই একসঙ্গে বিদেশ সফরেও যান দুজন। কিন্তু তারপর হঠাৎ কী হল? ফেসবুকে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন নবনীতা। অভিনেত্রী জানান তাঁরা একে অপরের সঙ্গে ভালো নেই।
সংবাদমাধ্যমের তরফে নবনীতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ কিছু দিন ধরেই দাম্পত্যে সমস্যা চলছিল তাঁদের। হচ্ছিল না মতের মিল। প্রায় তিন মাস আলাদা ছিলেন বলেও জানান নবনীতা। কিন্তু দীর্ঘদিন বিষয়টি চেপে না রেখে এবার তা প্রকাশ্যে আনলেন তিনি। ফেসবুকে বেশ লম্বা চওড়া পোস্ট করে জিতুর উদ্দেশ্যে ভালো থাকার বার্তাও দেন অভিনেত্রী। নবনীতার ফেসবুক পোস্ট পড়ে মনভার অনুরাগীদের।
এদিকে সূত্রের খবর, সংবাদমাধ্যমের তরফে জিতুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান "নবনীতা বাচ্চা মেয়ে কোনো কারণে রাগ করেছে, আর সেই কারণেই এই পোস্ট"। এরপর রাতের দিকে নিজ সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন। তিনি লেখেন, "তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো...আগামীতে তাই করবো...বাচ্চা বউ..."। পাশাপাশি মিডিয়ার ফোন রিসিভ করতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।
নবনীতা জানান, আইনি প্রক্রিয়া বেশ কিছু দূর এগিয়েছে। তবে এখনই বিবাহ বিচ্ছেদের নোটিশ আসেনি। এখন অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি সত্যিই ডিভোর্স হচ্ছে জিতু-নবনীতার? দুই পক্ষের সোশ্যাল মিডিয়া পোস্ট দুই কথা বলছে। তবে আসল সত্যিটা কী? নিছক রাগারাগি নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment