Domino's Pizza: আরও সস্তার পিৎজা আনল ডমিনোজ! দাম কত জানেন?


সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: পিৎজাপ্রেমীদের জন্য সুখবর! বিশ্বের সবচেয়ে সস্তার পিৎজা আনল ডমিনোজ (Domino's)। এতদিন ৫৯ টাকার পিৎজা ছিল ডমিনোজে সবচেয়ে সস্তার। কিন্তু এবার আরও কিছুটা দাম কমলো পছন্দের খাবারের। 

জানা যাচ্ছে, আরও সস্তার ৪৯ টাকা দামের পিৎজা আনছে তাঁরা। এটিকে বিশ্বের সবচেয়ে সস্তার পিৎজা বলে প্রচার করছে ডমিনোজ। 

'ক্লাসিক' নামক এই পিৎজায় চিজ ছাড়াও থাকছে 
বাসিল ও পার্সলে। এটি অনেকটা চিজ টোস্টের 
মতো খেতে হবে। উল্লেখ্য, পার্টি হোক কিংবা সান্ধ্য স্ন্যাকস পিৎজার বিকল্প নেই। তাই ডমিনোজের নতুন অফারে মুখে হাসি ফুটল পিৎজাপ্রেমীদের।

আরও খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।


Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ