IRCTC Food: ট্রেনে ২০ টাকার মিল, ৩ টাকার জল! কিভাবে পাবেন? তাড়াতাড়ি জেনে নিন


ভারতীয়দের জন্য সুখবর। ভারতের রেলযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল আইআরসিটিসি(IRCTC)।
বিলাসবহুল এসি কামরার মতো এবার জেনারেল কামরায় যাতায়াত করা মানুষদের জন্য স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করল রেল। বেশ কিছু প্ল্যাটফর্মে 
সাধারণ কোচের সামনে 'ইকোনমি মিল' স্টলের সুবিধা দেওয়া হচ্ছে। যেখানে মিল ও খাওয়ার জল পাওয়া যাবে। 

এই স্টলে খাবার তথা মিলের দাম ধার্য করা হয়েছে 
২০ টাকা। মিলে দেওয়া হবে ৭টা লুচি, ১৫০ গ্রাম সবজি সঙ্গে আচার। এছাড়া রয়েছে ৫০ টাকার প্যাক। এতে মিলবে ৩৫০ গ্রাম স্ন্যাকস। এর মধ্যে থাকতে পারে ভাত-রাজমা, পাওভাজি, মশলা ধোসা, খিচুড়ি-সহ অন্যান্য অপশন। অর্থাৎ স্বল্পমূল্যে ভরপেট খাবার পাবেন যাত্রীরা। এছাড়া ২০০ মিলিমিটার প্যাকেজড সিল গ্লাস জল মিলবে মাত্র ৩ টাকায়। 

দেশের প্রায় ৬৪টি স্টেশনে চালু হয়েছে এই 'ইকোনমি মিল'। যার মধ্য রয়েছে রাজ্যের অনেকগুলি স্টেশন। যেমন, শিয়ালদহ, দূর্গাপুর, হিজলি, খড়গপুর, আসানসোল, রামপুরহাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার। শীঘ্রই দেশের আরও বেশ কিছু স্টেশনে এই 'ইকোনমি মিল' চালুর সিদ্ধান্ত নিচ্ছে রেল।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ