Satkahanplus Exclusive: সোলাঙ্কিকে আলিঙ্গনে আগলে নিলেন বিক্রম! বন্ধু-প্রেমের গল্প জমে "শহরের উষ্ণতম দিনে", দেখুন ভিডিয়ো
সাতকাহনপ্লাস এক্সক্লুসিভ: 'ইচ্ছেনদীর' হাত ধরেই জার্নি শুরু। দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বড় পর্দায় ফিরলেন বিক্রম-সোলাঙ্কি (Vikram Chatterjee- Solanki Roy) জুটি। এবার আর 'নদীর' মতো শীতল নয় বরং 'উষ্ণ' প্রেমের কাহিনী লেখা তাঁদের বন্ধুত্বে। এক "শহরের উষ্ণতম দিনে"। প্রিয় জুটিকে একসঙ্গে ফিরতে দেখে খুশি অনুরাগীরা।
জুটি জানিয়েছিলেন, অন স্ক্রিনে তাঁদের আর আলাদা করে রসায়ন তৈরি করতে হয়নি। তাঁদের মধ্যে ব্যাপারটা আগের থেকেই ছিল। তারই এক ঝলক দেখলেন সকলে। শুক্রবার ছিল 'শহরের উষ্ণতম দিনে' মুভি প্রিমিয়ার। কালো শাড়িতে মোহময়ী সোলাঙ্কি আর কালো পাঞ্জাবির উজ্জ্বল বিক্রমের থেকে চোখ ফেরানোই দায়। একরঙা সাজে সেজে উঠেছিলেন তাঁরা। পাশাপাশি দাঁড়িয়ে হাসি বিনিময়ের পর সোলাঙ্কিকে উষ্ণ আলিঙ্গনে আগলে নিলেন বিক্রম। এক মিষ্টি প্রেমের সাক্ষী থাকলেন দর্শকেরা।
আরও পড়ুন:
প্রেমের শহর কলকাতা। সেই শহরের বুকেই ময়দান থেকে রাজপথে লেখা হবে এক উষ্ণ প্রেমের কাহিনী। তারই আত্মপ্রকাশ 'শহরের উষ্ণতম দিনে'। প্রথম দিন থেকেই মুখিয়ে দর্শকেরা। ছবি মুক্তির পরেই ভিড় জমেছে প্রেক্ষাগৃহে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment