Swastika Dutta: "রাজদা না থাকলে আমি..." মনের কথা ফাঁস করলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সিরিজ, ধারাবাহিক ও সিনেমায় দাপুটে অভিনেত্রী তিনি। পরপর কাজ করে দর্শকদের মন জয় করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এরই মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে রীতিমতো হইচই বাধালেন অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি পোস্ট করে অজানা কথা ফাঁস করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রাজ চক্রবর্তীর সঙ্গে
নিজস্বী পোস্ট করে অভিনেত্রী লেখেন "স্বস্তিকা দত্তের অভিনেত্রী হয়ে ওঠার নেপথ্য কারণ"। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, "আমার নামের পাশে অভিনেত্রী শব্দটি বসানোর জন্য রাজদা অন্যতম কারণ।" রাজের সঙ্গে স্বস্তিকার ছবি দেখে
অনেকেই ভেবেছিলেন নতুন কাজে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। তবে আসল কারণ ফাঁস করলেন
স্বস্তিকা।
আরও পড়ুন: Anik Dutta: স্মৃতি-বিস্মৃতির আধার কলকাতাই ঘটছে যত কান্ড! একঝাঁক চমক নিয়ে হাজির 'অপরাজিত' পরিচালক
রাজ পরিচালিত ২০১৫ সালের 'পারবো না আমি ছাড়তে তোকে' ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা। তার পর থেকে ক্রমশ অভিনয় জীবনে উত্তরণ হয়েছে তাঁর। সম্প্রতি রাজ্য সরকারের 'টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' মঞ্চে উপস্থিত হয়ে প্রিয় পরিচালকের সঙ্গে সেলফি ফ্রেম ভাগ করে নিলেন অভিনেত্রী।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment