Dipika Padukone Troll: দীপিকার বেফাঁস মন্তব্যে তুমূল আলোচনা! "অনেক কিছুই শুনছি..." পাল্টা ঝাপটা করণের
হালকা শীতের আমেজে উষ্ণ কফির কাপের চুমুক পড়ার আগেই দীপিকার মন্তব্য নেটিজিনদের বাজার গরম হয়ে উঠলো, ট্রোলিং এর টপিকে সেখানে এবার মুখ খুললেন কফি কিং নিজে।
Tania Roy Chowdhury: "কফি উইথ করণ" কমবেশি এই নামটার সাথে এবং শো এর সাথে সকলেই বেশ পরিচিত। সেখানে একটি এপিসোডে উপস্থিত ছিলেন রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। আর তাদের সেই শো একটি বক্তব্য ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল সেখানে সেই শক্তি করণ নিজে মুখ খোলেন।
এই শো তে নিজের কিছু অতীতের সম্পর্কের কথা স্পষ্ট ভাবে বলেছেন বলিউডের ডিম্পল গার্ল। নিজের জীবনের সিচুয়েশনশিপের কথাটাও কিন্তু অস্বীকার করেননি তিনি। তারপর শুরু হয় সমস্যা সূত্রপাত হাজার কটুক্তি থেকে শুরু করে নানা রকম বিতর্কের ছুড়ে আসে বলিউড বিখ্যাত কাপলদের দিকে। এসব দেখে একটি ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে করন এসে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করেন।
আরও পড়ুন: Bollywood: বেটিং কাণ্ডে শুরু জেরা! ইডির দফতরে ডাক পড়ল কপিল, হিনা-সহ সতেরো জন বলিউড তারকার
শো এর সঞ্চালক স্পষ্ট বক্তা হিসেবে নিজেকে উপস্থাপনা করতে গিয়ে বলেছেন , - "শো নিয়ে যা যা চর্চা চলছে আমি সবটাই শুনেছেন।যা করার করে নাও, কারণ কেউ দেখছে না।ট্রোল করে আপনি কোথাও পৌঁছতে পারবেন না।" তাঁর মতে গঠনমূলক সমালোচনায় কান না দিয়ে নিজের শো কে আরো মসৃণ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বদলের প্রয়োজন আপাতত সেই দিকেই মনোনিবেশ করবেন। এখান থেকে স্পষ্ট যে তিনি ট্রোলারদের ক্ষেত্রে পুরো নির্বাক হয়ে থাকতে পছন্দ করেন।
এই চ্যাট শো এর অষ্টম সিজনে এসে নিজের সিচুয়েশনশিপের কথা ক্লিয়ার করতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, অনেকগুলো কষ্টকর সম্পর্ক ভেঙে যাওয়ার পরবর্তীতে তিনি যখন একা থাকার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিলেন তখনই তার আলাপ হয় রণবীর সঙ্গে। যতদিন না রণবীর তাকে সঠিকভাবে প্রপোজ করছিলেন ততদিন তারা একে অপরের কাছে কমিটমেন্ট ছিলেন না তারা দুজন নিজেদের মতো করে এর বাইরে অনেক জনের সাথে ডেট করেছেন কিন্তু শেষে গিয়ে তারা একে অপরের কাছে ফিরে আসছিলেন এবং কোথাও গিয়ে তাদের দুজনেরই মন দুজনকে যেন কাছে টান ছিল। বাজারের মাঝে বোম পড়ার মতো এই মন্তব্য কে ঘিরে শুরু হয়েছে নেটিজেন দের নানা রকম কুটুক্তি। এতকিছুর পরেও দীপিকা রণবীর জুটি কিন্তু কোন রকম কোথাও এই প্রসঙ্গে মন্তব্য করেননি বা মুখ খোলেননি। তাই আপাতত করনের কথা গুলো বেশ গুরুত্বপূর্ণ বলেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আগামী তে এই গল্পের মোড় কোনদিকে ঘরে সেটাই এখন দেখার অপেক্ষায় নেটিজেনদের একাংশ।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment