Monami Ghosh: পুজোর চারদিন কিভাবে কাটাবেন অভিনেত্রী মনামি ঘোষ? ফাঁস করলেন সিক্রেট...

Pritam Bhattacharya: পুজোর কাউন্ট ডাউন শুরু। ইতিমধ্যেই পাড়ায় পাড়ার মণ্ডপ তৈরির প্রস্তুতি, শপিং, সবকিছুই দারুণভাবে শুরু হয়ে গিয়েছে। আর এইসবের মধ্যে টলি স্টারদের পুজোর প্ল্যান এখন থেকেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরইমধ্যে টলিপাড়ার পরিচিত মুখ মনামী ঘোষ, জানালেন তাঁর এই বছরের পূজোর প্ল্যান। তাঁর কথা অনুযায়ী পূজোতে তাঁর কিছুই প্ল্যান নেই। মনামী আরও জানান, পুজোতে উদ্বোধন করতে বিভিন্ন জায়গায় যেতেই হয়, সেগুলোই করবেন। এছাড়াও তিনি জানান, "পুজোয় হয়ত একটা দিন, আমি যদি ফ্রি থাকি তাহলে আত্মীয়-স্বজন মিলে বাড়িতেই ফ্যামিলি গেট টু গেদার হবে, সেখানেই খাওয়া-দাওয়া হবে।"

আরও পড়ুন: Bagha Jatin: দেশপ্রেমের মন্ত্র বুনে দূর্ধর্ষ 'বাঘাযতীনের' আত্মপ্রকাশ! প্রকাশ পেল ছবির ট্রেলার


মনামীর পুজোর শপিং কমপ্লিট কিনা জানতে চাইলে তিনি বলেন, "পুজোর শপিং এখনও হয়নি, নিজের জন্য কিছুই কেনা হয় না। হয়ত বড়দের ও ছোটদের যেটা দেওয়া হবে, সেটাই কিনব তবে অনলাইন ছাড়া আর সময় পাব না কেনার।" টলিউডে মনামীর ফিগার রীতিমতো অন্যান্য নায়িকাদের ঈর্ষার কারণ। তবে তিনি বলেন যে, "পুজোয় ডায়েট মেনে খাওয়া-দাওয়া একেবারেই হয় না। আসলে আমি সারাবছরই খুব একটা ডায়েট মেনে চলি যে এমনটা নয়, আমি হেলদি ডায়েটেই থাকি। কিন্তু সেটাও খুব একটা কম খাওয়া নয়। তবে ভিটামিন এম ডিডিওর সময় আমি খুব কড়া ডায়েটের মধ্যেই ছিলাম, যাতে ওই লুকটাতে আমায় পারফেক্ট লাগে। তবে পূজোতে সব খাই। লুচি থেকে শুরু করে বিরিয়ানি, মাটন সবই খাব, তবে পরিমাণে কম।"

আরও পড়ুন: Bollywood: বেটিং কাণ্ডে শুরু জেরা! ইডির দফতরে ডাক পড়ল কপিল, হিনা-সহ সতেরো জন বলিউড তারকার

এ বছর পুজোতে মনামীর মিউজিক ভিডিও মুক্তি পাচ্ছে 'আইলো উমা বাড়িতো'। নায়িকার কথায়, "এই মিউজিক ভিডিও একেবারেই প্ল্যানে ছিল না। তবে এটা পুজোর সঙ্গে যুক্ত হয়ে গেল।" তাই বিশেষভাবে দারুণ খুশি অভিনেত্রী। মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৈকত বারুরি। তবে এই ভিডিওতে মনামী গান গাইছেন না, নন্দী সিস্টার্স খ্যাত অন্তরা নন্দী এই গান গেয়েছেন। মনামী জানান যে, "এটা যে ধরনের গান তা তাঁর গলায় মানাবে না, তাঁর কন্ঠে রক, পপ এই জাতীয় গানই ভালে লাগে।"

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ