Virat-Anushka: দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন অনুষ্কা! বিরাট-অনুষ্কার ঘরে আসছে নতুন সদস্য...
Somrupa Ash: বছর দুই আগেই প্রথম সন্তানের মুখ দেখেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। ভামিকা কোহলির (মেয়ে) বয়স এখন ২ বছর। এর মধ্যে আবারও খুশির খবর দিলেন দম্পতি। বিরুস্কার পরিবারে আসছে নতুন সদস্য।
বেশ কিছু মাস ধরেই নিজেকে আড়ালেই রেখেছিলেন অনুষ্কা। স্বামীর সাথে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সাম্প্রতিক মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় দম্পতিকে। 'হিন্দুস্তান টাইমস' এর প্রতিবেদন অনুযায়ী, বিরাট জানান খুব শিগগিরই তারা সুখবরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তাই ছবি শিকারিদের ছবি না ছাপানোর অনুরোধ করেন তিনি।কিন্তু তারপর থেকেই গুঞ্জন রটাতে থাকে।
সূত্রের খবর, গত বারের মত এবারেও খুশির খবরটি একটু শেষের দিকে দিতে চান দম্পতি। নিজের বাড়ির গণেশ পুজোতেও তাকে শাড়ি কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গেছে অনুষ্কাকে। খুব সম্ভবত তার পোশাক নিয়ে বাড়তি সতর্কতা ক্যামেরার নজর থেকে আড়ালে রাখতেই।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment