Raj-Subhasree: শুভশ্রীর কোল আলো করে এলো দ্বিতীয় সন্তান! নতুন সদস্যের কী নাম দিলেন তারকা দম্পতি?


Satkahanplus News Desk: রাজ-শুভশ্রীর পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তান ইউভানের পর এবার কন্যা সন্তান এল ' রাজশ্রী'-র সংসারে। আজ ডেলিভারির পর পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়া সাইটে জানালেন, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এই পোস্টের পরই শুভেচ্ছার বন্যায় ভাসলেন তারকা দম্পতি। 


টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল রাজ চক্রবর্তী
ও শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রীর দ্বিতীয় প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয় অনুরাগী
মহলে। তবে কাজ থেকে দূরে থেকে নয় বরং শুটিং,
ও শরীরচর্চায় খেয়াল রেখেই প্রেগনেন্সি উপভোগ করেছেন শুভশ্রী। কিছুদিন আগে সাক্ষাতকারে
অভিনেত্রী জানান, তিনি এবার কন্যা সন্তান চান। 
তাঁর সেই মনস্কামনা পূরণ হল এদিন। রাজ ঘরনীর কোল আলো করে এল ঘরের লক্ষ্মী।


কন্যা সন্তানের নামও ঠিক করে ফেলেছেন দম্পতি।
ইউভানের বোনের নাম রাখা হয়েছে 'ইয়ালিনি'। এই
নামেই পরিচিত হবে ছোট্ট সদস্য। নতুন অতিথি ঘরে আসায় খুশির জোয়ার দুই পরিবারে। শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার কলাকুশলীরা।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

Gora Season 2 Review: দুরন্ত 'গোরার' ছুটন্ত কেস! রহস্য ফাঁদে, মগজ প্যাঁচ 'আগা-গোরায়' জমবে বেশ

Ishaa Saha & Ankush Hazra: পাশাপাশি ইশা-অঙ্কুশ! নতুন জুটির সাড়া মিলতেই উৎসুক নেটপাড়া

TVF Upcoming Series: 'ফিনিক্স' পাখির গল্প শোনাতে পর্দায় আসছেন 'সন্দীপ ভাইয়া'! প্রিয় মেন্টরের জার্নি দেখাবে টিভিএফ