Raj-Subhasree: শুভশ্রীর কোল আলো করে এলো দ্বিতীয় সন্তান! নতুন সদস্যের কী নাম দিলেন তারকা দম্পতি?


Satkahanplus News Desk: রাজ-শুভশ্রীর পরিবারে এল নতুন সদস্য। পুত্র সন্তান ইউভানের পর এবার কন্যা সন্তান এল ' রাজশ্রী'-র সংসারে। আজ ডেলিভারির পর পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়া সাইটে জানালেন, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এই পোস্টের পরই শুভেচ্ছার বন্যায় ভাসলেন তারকা দম্পতি। 


টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল রাজ চক্রবর্তী
ও শুভশ্রী গাঙ্গুলী। অভিনেত্রীর দ্বিতীয় প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয় অনুরাগী
মহলে। তবে কাজ থেকে দূরে থেকে নয় বরং শুটিং,
ও শরীরচর্চায় খেয়াল রেখেই প্রেগনেন্সি উপভোগ করেছেন শুভশ্রী। কিছুদিন আগে সাক্ষাতকারে
অভিনেত্রী জানান, তিনি এবার কন্যা সন্তান চান। 
তাঁর সেই মনস্কামনা পূরণ হল এদিন। রাজ ঘরনীর কোল আলো করে এল ঘরের লক্ষ্মী।


কন্যা সন্তানের নামও ঠিক করে ফেলেছেন দম্পতি।
ইউভানের বোনের নাম রাখা হয়েছে 'ইয়ালিনি'। এই
নামেই পরিচিত হবে ছোট্ট সদস্য। নতুন অতিথি ঘরে আসায় খুশির জোয়ার দুই পরিবারে। শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার কলাকুশলীরা।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?