Adipurush: 'বাহুবলী' থেকে 'আদিপুরুষের' রাম! কোন জাদুবলে ডিরেক্টরের প্রথম পছন্দ প্রভাস? ফাঁস রহস্য
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: সদ্য বড় পর্দায় প্রকাশ পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। ১৬ জুন মুক্তি পেয়েছে ছবিটি। প্রায় পাঁচশো কোটির বাজেটের এই ছবি দক্ষিণী তারকা প্রভাসের (Prabhas) কেরিয়ারে অন্যতম বড় বাজেটের ছবি। ইতিমধ্যে এটি তিনশো কোটির বাজেট পেরিয়েছে বলে জানা যাচ্ছে।
আদিপুরুষের শ্রী রামের চরিত্রে প্রথম থেকেই পরিচালক ওম রাউতের পছন্দ ছিলেন প্রভাস। কিন্তু জানা যায়, ছবির চিত্রনাট্য দেখে প্রস্তাব খারিজ করেছিলেন অভিনেতা। তা সত্ত্বেও দ্বিতীয় কাউকে এই চরিত্রে ভাবতে পারেননি পরিচালক। এক বিশেষ কারণে অভিনেতা প্রভাসকেই শ্রী রামের ভূমিকায় দেখতে চেয়েছিলেন তিনি। যার দরুণ রীতিমতো জোরাজুরি করেই তাঁকে রাজি করান পরিচালক।
কিন্তু কোন কারণে এত নাছোড়বান্দা ছিলেন ওম রাউত? পরিচালক জানান, "প্রভাসের মন অসম্ভব পরিষ্কার। ওঁর মনের কথা চোখে প্রতিফলিত হয়। এত বড় তারকা হয়েও মাটির মানুষ প্রভাস। যে সৎ ও খাঁটি তা ওঁনার চোখ দেখেই বোঝা যায়।" এই সকল কারণে রামের চরিত্রে প্রভাসই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ।
'রামায়ণের' কাহিনী অবলম্বনে তৈরি হওয়া চলচ্চিত্র 'আদিপুরুষ' এখন বিতর্কের শীর্ষে। অভিযোগ উঠছে, হিন্দু ভাবাবেগে আঘাত এনেছে এই ছবি। উঠছে 'ব্যান' করার প্রস্তাবও। ছবির সংলাপ, ভিএফএক্স-সহ একাধিক দিকের ত্রুটি বিচ্যুতি তুলে ধরছেন দর্শকরা। পাশাপাশি, পর্দার 'শ্রী রামের' চরিত্রে প্রভাসকে মানতে নারাজ বহু দর্শক। তবে এতকিছুর পরেও প্রেক্ষাগৃহে ছুটছে প্রভাস-কৃতী-ওম রাউতের 'আদিপুরুষ'।
Comments
Post a Comment