Indubala Bhater Hotel: 'ঘরের বায়োস্কোপে' সেরার সেরা 'ইন্দুবালা'! মুচকি হেসে আপ্লুত শুভশ্রী...
সাতকাহনপ্লাস নিউজ ডেস্ক: কল্লোল লাহিড়ীর কাহিনী অবলম্বনে হইচইয়ের (Hoichoi) পর্দায় প্রকাশ পেয়েছিল 'ইন্দুবালা ভাতের হোটেল' (Indubala Bhater Hotel)। কারিগর তথা পরিচালক দেবালয় ভট্টাচার্য (Debaloy Bhattacharya)-এর হাতে সেজে উঠেছিলেন 'ইন্দুবালা'। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)।
সিরিজ দেখতে বসে যেমন চোখে জল আসে দর্শকদের তেমনই ইন্দুবালার সঙ্গে হেসেও ওঠেন তাঁরা। সবমিলিয়ে দর্শকদের মনে এক নিমেষে জায়গা করে নিয়েছিলেন মধ্যবিত্ত ঘরণী 'ইন্দু'। যাঁর হাতের জাদুতে ও ভাতের হোটেলের টানে দূর থেকে ছুটে আসেন মানুষজন। পর্দায় 'ইন্দুবালার' অভিনয় দেখে দর্শকদের বক্তব্য ছিল 'ইন্দুবালা ভাতের হোটেল' শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় দক্ষতাকে আরও স্পষ্ট করেছে। এই সিরিজ যে অভিনেত্রীর জীবনের অন্যতম ল্যান্ডমার্ক তাও মেনেছিলেন দর্শকেরা। তারই প্রতিফলন মিলল এবার।
সম্প্রতি আয়োজিত টিভি নাইন বাংলার 'ঘরের বায়োস্কোপ' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে 'ইন্দুবালা'-র চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী (ওটিটি)-এর সন্মান জিতে নিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পুরস্কার জিতে আপ্লুত শুভশ্রী লিখলেন, 'পুরস্কার জিতে অত্যন্ত খুশি'। পাশাপাশি, এই পুরস্কারের জন্য তাঁর 'হইচই' টিম, 'ইন্দুবালা ভাতের হোটেল' টিম, দেবালয় ভট্টাচার্য-সহ সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করলেন তিনি।
Iman Chakraborty & Anupam Roy: লাভ ম্যারেজে 'আছো কেমন'-এ খুশি ইমন! 'সোহাগে আদরে' মন ভরালেন অনুপম রায়
Comments
Post a Comment