Amitabh Bachchan: রাজকন্যার জন্মদিনে আবেগে ভাসলো বচ্চন পরিবার! দাদু 'অমিতাভের' শুভেচ্ছা কই?
Tania Roy Chowdhury: গতকাল ছিল বচ্চন পরিবারের রাজকন্যা আরাধ্যার জন্মদিন। মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট করেন মা ঐশ্বর্য। কিন্তু বিগ বস অমিতাভের মুখে কুলুপ আঁটা কার্যত অবাক করলো অনুরাগীদের। নাতনির জন্মদিনে অমিতাভের শুভেচ্ছা পোস্ট কথায়? প্রশ্ন তুললেন নেটিজেনেরা।
আরও পড়ুন: Rahul-Priyanka: প্রিয়াঙ্কার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে বেফাঁস প্রশ্ন! চোটে গিয়ে রাহুল বললেন...
বচ্চন পরিবারে বউ হয়ে আসেন বলিউড ক্রাশ ঐশ্বর্য রাই বচ্চন। 2011 সালে 16 নভেম্বর তাঁদের কোল আলো করে আসে আরাধ্যা। শোনা যায় , সুখের সংসারী জীবন ছিল না ঐশ্বর্যর। বিয়ের পর থেকে শাশুড়ি জয়া বচ্চন এবং তারপর ননদ শ্বেতার সাথে সম্পর্কের অবনতি শুরু হয়। 2023 সালের দিওয়ালী পার্টি তে বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা আরও জোরাল হয়। বচ্চন পরিবারে যখন পুজোর আয়োজন হচ্ছিল,তখন মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। অমিতাভ বচ্চন দিওয়ালি কমপ্লিট করেন তাঁদের মেয়ে শ্বেতার সাথে।
সেখান থেকে শুরু হয় এই নতুন খবর। এবং প্রশ্ন শুরু হয়, ঐশ্বর্য কে বাদ দিয়ে কি তাহলে বচ্চন পরিবার পালন করলো দিওয়ালি? নাকি বৌমা নিজেই দূরে সরে থাকলেন সেখান থেকে ? এমনকি আরাধ্যার জন্মদিনে অভিষেক এবং ঐশ্বর্য কে আলাদা ভাবে জন্মদিনের পোস্ট করতে দেখা গেলেও বিগ বি নিজের আদরের নাতনির জন্মদিন নিয়ে একদম নীরব। কোনো পোস্ট এখনো অবধি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় নি। সেখান থেকে উঠে আসছে ঐশ্বর্য এবং বচ্চন পরিবারে সম্পর্কের নতুন মোড় এর নানা প্রশ্ন এবং জল্পনা।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment