Koel Mallick: পরিবারের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিলেন কোয়েল! নেপথ্যে সেই ভিডিয়ো...
Pritam Banerjee: অভিনেত্রী কোয়েল মল্লিকের হাত ধরে পরিবার ফিরে পেল হারিয়ে যাওয়া ছেলেকে! ঘটনাটিকে কেউ বলছেন মিরাকেল তো কেউ বলছেন লাকি ইনসিডেন্ট। আর এই সকল কথার আড়ালে লুকিয়ে একটি ভিডিও, সোশ্যাল মিডিয়া ও অভিনেত্রী কোয়েল মল্লিক। দীপাবলির আবহে ঘরের ছেলে ফিরে এক ঘরে। মুখে হাসি ফুটল গোটা পরিবারের।
আরও পড়ুন: Sohini Sarkar: বাংলাদেশী ওয়েবসিরিজে হাতেখড়ি বং ডিভা সোহিনীর! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
একটি আকস্মিক আশ্চর্য ঘটনা ঘটতে দেখা গেল টলি ক্যুইন কোয়েল মল্লিকের সাথে। গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার 'ঈশ্বর' সংস্থার আয়োজিত বিশেষভাবে সক্ষম সদস্যদের ফোঁটা দিতে উপস্থিত ছিলেন কোয়েল। এই সংস্থার সাথে কোয়েলের দীর্ঘ দিনের হৃদ্যতা। এখানে শুধু মাত্র শারীরিক বিশেষভাবে সক্ষম ব্যক্তি ছাড়াও থাকে এমন অনেকেই যাদের একাংশের স্মৃতি লুপ্ত হয়েছে এবং হয়ত তাদের নিজেদের বাড়ির ঠিকানা মনে নেই।
এই অনুষ্ঠানে অভিনেত্রী একটি রিল বানিয়ে তা সমাজ মাধ্যমে পোস্টও করলেই ঘটে ম্যাজিক! তাঁর পোস্ট করা সেই ভিডিও দেখেই হারানো পরিবারকে খুঁজে নিল সুজয়! এমন অত্যাশ্চর্য ঘটনা প্রকৃত অর্থে নায়িকাকেও বিস্মিত করেছে। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে তিনি জানান যে, “আমি ম্যাজিকে বিশ্বাস করি। মনে করি সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনওটাই হয় না। আমি তো এখানে নিমিত্ত মাত্র। মনে হয়, আমি ফোঁটা দিতে না গেলেও বা ভিডিয়ো না করলেও এই সময় কোনও না কোনও ভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। কিছু বলার নেই। অবশ্যই খুব ভাল লাগছে। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি।” শুধু তাই নয়, কোয়েল আবেগঘন লিপিতে তাঁর আনন্দের কথা প্রকাশ করে সমাজ মাধ্যমের পাতায় লিখেছেন ,“আমার ভাইফোঁটার ভিডিয়ো দেখে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছে তাঁর মুর্শিদাবাদের পরিবার। শুভ দিনে এর থেকে ভাল উপহার আর কিছু হতে পারে না।”
আরও পড়ুন: Rahul-Priyanka: প্রিয়াঙ্কার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে বেফাঁস প্রশ্ন! চোটে গিয়ে রাহুল বললেন...
এই বছর দুর্গাপুজোতে কোয়েল মল্লিকের অভিনীত ছবি 'জঙ্গলে মিতিন মাসি' মুক্তি পেয়েছে। তবে তাঁর পরবর্তী কাজের পরিকল্পনা বিষয়ে বিশেষ তথ্য না পাওয়া গেলেও অনুরাগীদের বড়ো অংশ কোয়েলকে শীঘ্রই আরো একবার জমজমাটি সিনেমায় তাকে পেতে চাইছে।
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment