Anurager Chhowa: এক ধাক্কায় টিআরপি তলানিতে অনুরাগের ছোঁয়া! হঠাৎ এমন অধঃপতনের কারণ কী?
টিআরপি তলানিতে বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়া'। সেরার শিরোপা থেকে হঠাৎ কেন এত অবনতি! চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ।
Pritam Bhattacharya: গত কয়েক সপ্তাহ ধরে বেশ নিম্নমুখী হয়েছে বেঙ্গল টপার মেগা ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার টিআরপি। বলা যায় সূর্য-দীপা জুটির জন্যই গত ছ'মাস ধরে একেবারে টপে ছিল স্টার জলসা। কিন্তু, চলতি সপ্তাহে রয়েছে চতুর্থ নম্বরে, প্রাপ্ত নম্বর ৭.০। এবারের বেঙ্গল টপার হয়েছে "কার কাছে কই মনের কথা ও নিম ফুলের মধু" ধারাবাহিক দুটি। প্রাপ্ত নম্বর ৭.৯। টিআরপি কমে যাওয়া নিয়েও মুখ খুলেছেন দিব্যজ্যোতি। তিনি বলেন, "এই টিআরপি -র ওঠা-পড়া নিয়ে ভাবার জন্য নির্মাতারা রয়েছেন।
আমার কাছে অভিনয়টাই প্রধান। অনেক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা জড়িয়ে আছে এখানে। আমার দাদা লস অ্যঞ্জলসে থাকে। সেখানের একটা বাঙালি রেস্তরাঁয় খেতে গিয়েছিল। গিয়ে দেখে অনুরাগের ছোঁয়া চলছে। আমাকে ছবি পাঠিয়েছিল। আমি যদি এখন কাজের থেকে ফোকাস সরিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়ি তবে কাজটা আরও খারাপ হবে। তবে হ্যাঁ, অনুরাগের ছোঁয়া-কে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করব।" এছাড়াও সোনা-রূপার বাবা জানিয়েছেন, "আজ থেকে কয়েক সপ্তাহ আগে যখন অনুরাগের ছোঁয়া বেঙ্গল টপার ছিল তখন কিন্তু সেটা গোটা ভারতজুড়ে ছিল। আমি যদিও বিশ্বাস করি, টিআরপি-র ওঠানামা তো থাকবেই। টিআরপি নিয়ে যদি হতাশ হই বা সারাদিন ভাবতে থাকি তাহলে আমারই শট খারাপ হবে। সংলাপ ভুলে যাব।"
আরও পড়ুন: Tollywood: টলিপাড়ার তিন সুপারস্টার এবার একসঙ্গে! কোন ছবিতে দেখা যাবে দেব, জিৎ, প্রসেনজিৎকে?
প্রসঙ্গত, মাঝে হঠাৎ শোনা গিয়েছিল যে স্বস্তিকা আর দিব্যজ্যোতি নাকি একে-অপরকে এড়িয়ে চলছেন। এরপর জানা যায় তারা সোশ্যাল মিডিয়া থেকে একে-অপরকে আনফলো করে দিয়েছেন। অবশ্য কিছুদিন পর থেকেই আবার তারা একে-অপরকে ফলো করতে শুরু করেন। যদিও এখন তাদের মধ্যে সম্পর্ক অনেক স্বাভাবিক হয়েছে। কিছুদিন আগেই মধ্যরাতে স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানান দিব্যজ্যোতি। লিখেছিলেন, "তোমার ব্যক্তিগত নববর্ষের জন্য উচ্ছ্বাস। জীবনের সব ইচ্ছে আর চাওয়া-পাওয়া পূরণের ৩৬৫ দিনের একটা নতুন জার্নির আজ প্রথম দিন। সবসময় আনন্দে থেকো, যে সফরটা শুরু করেছো সেটা উপভোগ করো। তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা।" ঝামেলা প্রসঙ্গে দিব্যজ্যোতি এর আগে জানিয়েছিলেন যে, "কোনও ঝগড়া নেই আমাদের। স্বস্তিকার সঙ্গে দিব্যজ্যোতির বন্ধুত্ব সারাজীবন থাকবে। স্বস্তিকাকে প্রশ্ন করলেও ও এই কথাটাই বলবে। একটা ঘরে অনেকগুলো বাসন রাখলে টুংটাং শব্দ তো হবেই। কিন্তু তা বলে কেউ সেই বাসনগুলো ছু়ড়ে ফেলে দেয় না। আমাদের বন্ধুত্বটাও সেইরকমই।"
বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।
Comments
Post a Comment