Tollywood: টলিপাড়ার তিন সুপারস্টার এবার একসঙ্গে! কোন ছবিতে দেখা যাবে দেব, জিৎ, প্রসেনজিৎকে?


Somrupa Ash: টলিপাড়ার তিন সুপারস্টার ধরা দেবেন এক ছবিতে! দেব, জিৎ, প্রসেনজিৎ-কে এক ছবিতে দেখবেন দর্শক। বহুদিন ধরেই এই সাধ পূরণের অপেক্ষায় অনুরাগীরা। এবার কী সেই স্বপ্ন পুরণ হবে? গুঞ্জন উঠতেই অপেক্ষা শুরু টলিপাড়ায়। 


বলিউডের হেভিওয়েট তারকারা একে অন্যের ছবিতে আচমকা এসে চমকে দিচ্ছেন। যেমন 'পাঠান' এ শাহরুখের সঙ্গে সালমান এক ফ্রেমে আবার 'টাইগার ৩' তে কেমিও রোলে শাহরুখ আর হৃতিককে দেখে দর্শক আনন্দে মাতোয়ারা। এবার কি টলিউডের হেভিওয়েট রাও কি একসঙ্গে এক ফ্রেমে?। সাম্প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল সুপারস্টার জিৎ কে যে তিন মহারথি দেব-জিৎ-প্রসেনজিৎকে কি এক স্ক্রিনে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে ? জিৎ উত্তর দেন ”বুম্বাদা (প্রসেনজিৎ)-এর সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনও আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এরকম ছবি হতেই পারে। তবে কেমিও নয়। বরং তিনজনেরই থাকবে জবরদস্ত চরিত্র। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।”


অন্যদিকে, অভিনেতা দেব ইতিমধ্যেই প্রসেনজিৎ ও জিৎ দুজনের সাথেই কাজ করে ফেলেছেন,  প্রথমে জিৎ এর সঙ্গে 'দুই পৃথিবী' এবং প্রসেনজিৎ এর সঙ্গে 'জুলফিকার 'ও অন্যটি 'কাছের মানুষ'। এবার গুঞ্জন শুরু হয়েছে ৩ জনকে নিয়ে কাজ করার। তবে কি প্রস্তুতি চলছে কাজের, আর তারই অপেক্ষায় দর্শক।

বিনোদনের খাসখবর পেতে নজর রাখুন আমাদের ব্লগ সাইট (satkahanplus.blogspot.com)-এ।

Comments

Popular posts from this blog

National Film Awards 2023: 'পুষ্পার' মুকুটে শ্রেষ্ঠত্বের পালক! 'গঙ্গুবাইয়ের' সঙ্গে পুরস্কার ভাগাভাগি কৃতীর...

Noshtoneer Review: একটি 'সোশ্যাল স্টোরি' নাকি 'বাস্তব চিত্র'? সমাজের 'নষ্টনীড়' কে স্পষ্ট করলেন অঙ্গনা-সন্দীপ্তা

Shovan-Sohini: শহর থেকে দূরে.. ছায়ার ছায়ায় প্রেমের সিলমোহর! এক হলেন শোভন-সোহিনী?